নারীদের নিয়ে প্রচলিত এই ১৩টি কুসংস্কার না মানলে বাস্তবে যা হতে পারে

৪৬৭২ পঠিত ... ১৯:০৯, মার্চ ০৭, ২০১৯

আমরা ছোটবেলা থেকে শুরু করে এখনো আশেপাশের নানা মানুষের মুখে শুনি বিভিন্ন অর্থহীন প্রথায় বিশ্বাসের কথা। তাদের আমরা এককথায় কুসংস্কার বলে থাকি। যুগ যুগ ধরে এরকম বহু ধরণের অনর্থক নিয়ম কানুন অনেক মানুষই এখনো পালন করে আসছে; কারণ তাদের বিশ্বাস, এগুলো অমান্য করলে জীবনে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল। এসব কুসংস্কারের একটা বড় অংশই নারীদের নিয়ে। মেয়েরা এটা করতে পারবে না, সেটা ধরতে পারবে না। আর এসব বিধি নিষেধ আরোপের পিছনে কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে মঙ্গল-অমঙ্গলের হিসাবকে। একবিংশ শতাব্দীতে এসেও আমাদের দেশে এসব কুসংস্কারের প্রচলন রয়ে গেছে।

সত্যিই কি এসব কুসংস্কার না মানলে অমঙ্গল হয়, নাকি ঘটে সম্পূর্ণ ভিন্ন ঘটনা? চলুন দেখে নেয়া যাক eআরকি দলের কুসংস্কার বিষয়ক গবেষণা এবং তা থেকে প্রাপ্ত ফলাফল!

 

১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#

 

৬#

 

৭#

 

৮#

 

৯#

 

১০#

 

১১#

 

১২#

 

১৩#

আরো পড়ুন:
৪৬৭২ পঠিত ... ১৯:০৯, মার্চ ০৭, ২০১৯

Top