যে ১০টি পুরুষতান্ত্রিক কথা বলে নারীকে নারী দিবসের শুভেচ্ছা জানাবেন না

২৪৩০ পঠিত ... ১৬:৪৭, মার্চ ০৮, ২০২১

নারী দিবসে নারীদের শুভেচ্ছা জানিয়ে থাকেন নারী-পুরুষ নির্বিশেষে সবাই। তবে অনেকেই নারী দিবসের শুভেচ্ছা এমনভাবে জানান, যা নারীর মাহাত্ম্য ঘোষণার পরিবর্তে পুরুষতান্ত্রিক সমাজেরই প্রতিনিধিত্ব করে। চলুন দেখে নেই, কোন কথাগুলো বলে কোনো নারীকে নারী দিবসের শুভেচ্ছা জানানো উচিত নয়। 

womens day


১# নারী মানেই সুপারউইম্যান

নারীরা পাহাড় চড়া থেকে ৪০ জন মানুষের রান্না এক হাতে করে ফেলতে পারে- এসবের মাঝে নারীর মাহাত্ম্য খুঁজে নারীদের শ্রদ্ধা না জানিয়ে সাধারণ মানবিক বৈশিষ্ট্যসম্পন্ন নারীরাও যে মানুষ হিসেবে সমান শ্রদ্ধার পাত্র, তা বুঝতে শিখুন। 

 

২# ত্যাগেই নারীর মাহাত্ম্য নিহিত 

সংসারে নারীদেরকে নিজ স্বপ্ন, ইচ্ছা বিসর্জন দিতে বাধ্য করে এবং সেই ত্যাগকে নারীর মাহাত্মের মাপকাঠি করে শুধু তাদের মহীয়ান করে তুলবেন না। যে নারী সকল কিছুর আগে নিজের স্বপ্ন, ইচ্ছা ও শখকে অগ্রাধিকার দেয়, নিজের চাওয়াকে গুরুত্ব দেয়, সেও সমান গুরুত্বের অধিকারী। 

 

৩# নারী অর্থ মা, নারী অর্থ বোন, নারী অর্থ স্ত্রী

নারীত্ব বা নারীর পরিচয় কারো মা, বোন কিংবা মেয়ে হওয়ার মাঝে সীমিত নয়। আপনার সাথে বা কোনো পুরুষের সাথে নারীর সম্পর্কই তার পরিচয় নয়। কারো মা, বোন বা স্ত্রী হলেও সে যেমন নারী, না হলেও সে নারীই। 

 

৪# নারী মহান, কারণ সেই একমাত্র পৃথিবীতে প্রাণের সৃষ্টি করতে পারে

শ্রদ্ধা যেন করা হয় নারীকে, তাঁর জরায়ুকে নয়। সন্তান জন্মদানই নারীর নারীজীবনের মূল উদ্দেশ্য নয়। তাই কোনো নারীর যদি সন্তান জন্মদানের সামর্থ্য না থাকে কিংবা কারো যদি সন্তান জন্মদানের ইচ্ছেটাই না থাকে, তবে সেটিও খুব সাধারণ। এবং সেও সমান শ্রদ্ধার দাবিদার। 

 

৫# সকল সফল পুরুষের পেছনে রয়েছে একজন নারী

সফল হওয়ার পথে নারীকে সবসময় পেছনে রাখলে সে তো সফলদের পেছনেই থাকবে! নারীদের খুঁটি করে সাফল্যের চূড়ায় গিয়ে সেটাকে নারীর মাহাত্ম্য হিসেবে ঘোষণা করবেন না। নারীকেও সাফল্যের চূড়ায় পৌছাতে সাহায্য করুন এবং শুভেচ্ছা জানান তাদের অর্জনের জন্য।

 

৬# পুরুষদের অগোছালো জীবন গুছিয়ে দিতে নারী তোমার আবির্ভাব

না মফিজ সাহেব, আপনার অতি সাধারণ জীবনের অতি সাধারণ সমস্যার অতি সাধারণ সমাধান দিতে আপনার স্ত্রীর জন্ম হয় নাই। তাই আপনার স্ত্রীর জীবনের উদ্দেশ্য বা মাহাত্ম্য আপনার 'অগোছালো জীবন' গুছিয়ে দেওয়ায় নয়। তার নিজ অর্জন থেকেই তাকে নিজের জীবনের মাহাত্ম্য বুঝে নেয়ার সুযোগ দিন। 

 

৭# নারী মানে পবিত্র, নারী মানে বিশুদ্ধ

নারীকে পবিত্র বা বিশুদ্ধ হতেই হবে কেন? আর বিশুদ্ধতার সংগা কী? কে এটা নির্ধারন করে? আপনার সংকীর্ণ মনোভাবের মানদণ্ডে নারীকে আপনি যেভাবে দেখতে চান, শুধু তেমন হলেই যদি সে সম্মানের যোগ্য হয়ে থাকে এবং বাকিরা আপনার চোখে নোংরা হয়ে থাকে, তবে আগে আপনার দৃষ্টিভঙ্গি সংশোধন করার চেষ্টা করুন। 

 

৮# রূপে লক্ষ্মী, গুণে স্বরস্বতী

নারী কোনো অতিমানবিক স্বর্গীয় সত্ত্বা নয়। সাধারণ মানুষের মতোই নারীর মাঝে বাস্তবিক নানা রূপ বিদ্যমান। তাই নারীদের রুপে-গুণে নিখুঁত হতে হবে এবং দেবীর মতন দশহাতে সকল কিছু সামলে ফেলার সামর্থ্য থাকতে হবে, এমন বাধ্যবাধকতা তৈরি করা মূলত নারীকে বন্দী রাখারই অপচেষ্টা।

 

৯# নারী মাটির মতো সহনশীল

আপনি যদি মনে করেন, নারী মানেই শারীরিক ও মানসিকভাবে তারা হবেন কোমল ও সহনশীল, তাহলে আপনাকে ভুল প্রমাণ করতে আছেন প্রীতিলতা ওয়েদ্দেদার, আনা ফ্রাংক, জোয়ান অব আর্কসহ আরো হাজার-লক্ষ নারী। 

 

১০# সংসার সুখী হয় রমণীর গুণে

যে সংসারে থেকে রমণী তার নিজ স্বপ্ন, আকাঙ্ক্ষা নিয়ে সুখী হতে পারে না, সেই সংসারকে সুখী করার জন্য এমন শুভেচ্ছা জানানো নারীর জন্য খুব একটা সুখকর নয়। সংসার সুখী করা নারীর একা দায়িত্ব নয়, একার পক্ষে সম্ভবও নয়। সংসার সুখী করার মতো গুণ থাকাও তার জন্য আবশ্যক নয়।

২৪৩০ পঠিত ... ১৬:৪৭, মার্চ ০৮, ২০২১

Top