ব্রাউন পেপারব্যাগের ১০টি ওয়েবকমিক যেগুলোর সঙ্গে নিজের ভাবনারও মিল খুঁজে পাবেন

১৭৪০ পঠিত ... ১৫:৫৯, মে ০২, ২০১৮

একটা ভারতীয় কিশোরের পরিবার, সমাজ আর নিত্যদিনের জীবনের নানান মজার মজার ঘটনা নিয়ে ওয়েবকমিক সিরিজ ব্রাউন পেপারব্যাগ। বর্তমানে দারুণ জনপ্রিয় এই ওয়েবকমিকের স্রষ্টা শৈলেশ গোপালানের বয়স মাত্র একুশ বছর, পড়ছেন ব্যাঙ্গালোরের আর্ট অ্যান্ড ডিজাইনে। কমেডি, আইরনি, সারকাজম, স্লাইস অফ লাইফ, স্কুল লাইফ ইত্যাদি মিলিয়ে এই ব্রাউন পেপারব্যাগ! ২০১৬ সালে ব্রাউন পেপারব্যাগের প্রথম এপিসোডের পর থেকে মাত্র দুই বছরে ১৫০ হাজারের বেশি লাইক জুটেছে তাদের ফেসবুক পেজে, এমনকি ভারতের বড় বড় কমিকনগুলোতেও এখন প্রায়ই ডাক পড়ে শৈলেশের। উপমহাদেশীয় হওয়ার কারণে তার সিরিজের বেশিরভাগ কমিকের বিষয়বস্তু বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই বাছাই করা তার কিছু কমিক অনুবাদ করে দেওয়া হলো eআরকি পাঠকদের জন্য।

 

১#

 

২#

 

৩#

 

৪#

 

৫#

 

৬#

 

৭#

 

৮#

 

৯#

 

১০#

১৭৪০ পঠিত ... ১৫:৫৯, মে ০২, ২০১৮

Top