সাম্প্রতিক সময়ে ঘরে ঘরে এবং হোমে হোমে (ফেসবুকের হোমপেজ) সবচেয়ে আলোচিত শব্দ কী? উত্তরটা অবশ্যই ‘চিকুনগুনিয়া’! এই বঙ্গে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে যার পরিবারের কিংবা পরিচিত কারো এই রোগ এখনও হয় নি। এজন্যই কবি বলেছেন, ‘মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে চিকুনগুনিয়া হয়, কারণে অকারণে হয়।’
খুব স্বাভাবিকভাবেই ফেসবুকে চিকুনগুনিয়া নিয়ে এ পর্যন্ত পোস্ট হয়েছে বিপুল সংখ্যাক মজার স্ট্যাটাস। এরই মধ্যে নির্বাচিত ১৭টি স্ট্যাটাস বাছাই করেছে eআরকি।