কোনখানে কে রেপ হয়েছে সময় আছে ভাবার?

৮৮৩ পঠিত ... ২২:৪৪, জানুয়ারি ০৭, ২০২০

 

কোনখানে কে রেপ হয়েছে সময় আছে ভাবার!
নিজে বাঁচি তবেই বাছা নাম থাকবে বাবার।

কিচ্ছু বোঝো? ফালতু যত হনুমানের চ্যালা!
আমি বুঝি এই সময়ে ভিসি হওয়ার ঠ্যালা।

দুশ্চিন্তায় ঘুম আসে না, রাত গড়িয়ে ফজর
আমার মিডল স্ট্যাম্পে দিছে ফাজিলগুলা নজর।

চাইয়া দেখ এক খেলাতেই কত্তগুলা কিপার!
স্ট্যাম্প বাঁচাতে পারবে নাকি সুতার মতোন জিপার!

ব্যাটিং ছাড়া বাঁচার উপায় আছে আমার বেলা?
এমনি কি আর ক্রিকেট খেলি! ক্রিকেট শখের খেলা!

ছা-শিঙ্গারা-ছপ-এর লগে লইও না আর ফাঁপর
রেপ হওয়ারে গিয়া বলো ঠিক করতে কাপড়।

৮৮৩ পঠিত ... ২২:৪৪, জানুয়ারি ০৭, ২০২০

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top