লাভ ইউ শফি হুজুর গো!

২০৮০ পঠিত ... ১৯:৩০, জানুয়ারি ১২, ২০১৯

বাসায় বসে সবার মেয়ে

করবে সাজুগুজু রে!

পড়ালেখার নাই দরকার

বলছে শফি হুজুরে।

 

মেয়ে স্কুলে যাইবে?

- ফোর অথবা ফাইভে।

বিএ, এমএ পড়বে?

- পড়লেই ভুল করবে।

গায় কাঁটা দেয় ভাবলে

পুরুষ খাবে খাবলে...

 

মেয়ে নিয়ে টানাটানি

কেউ জীবনে চাই না

তোর মেয়েকে পড়ায় দিবি?

তুই তো আমার ভাই না!

 

যা-ই বলবে তেঁতুলে

মাথায় সেটাই নে তুলে।

লাভ ইউ শফি হুজুর গো!

আফনে সেরা বুজুর্গ।

২০৮০ পঠিত ... ১৯:৩০, জানুয়ারি ১২, ২০১৯

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top