হাগরা বেটির লাজ নাই, দেখরা বেটির লাজ

৪২১৪ পঠিত ... ০০:২০, মার্চ ২৪, ২০১৮

আমার শহরে সন্ধ্যারা নামে, তারপর নামে রাতেরা
রাত বাড়তেই চুপিসারে নামে মুখোশের অভিজাতেরা। 

শুভ্র দাড়িতে আঙুল চালিয়ে জুলজুল করে গাজীরা
নানান বয়সী নারীর নিকটে নক করে দেয় হাজিরা।
অশ্লীলতার সীমানা পেরিয়ে যন্ত্রণা করে নারীকে
প্রতিরাতে, প্রতি তারিখে।

স্ক্রিনশট দিলে উন্মাদ হয়ে বের করে নানা বাহানা
যাহা যাহা তুমি ভাবিছ আমাকে আমি তো আসলে তাহা না।
কখনও বা বলে একাউন্ট হ্যাক, কখনও বা বলে আমি না
অশ্লীল কথা চাকরে বলেছে, চাকর কুত্তা-কামিনা।

যারা অশ্লীল তাঁরা নির্দোষ, নিপীড়ন-সওয়া বাজারি?
অভিজাত বলে, 'জ্বী হুজুর' করে যারা আছে পাতি, মাঝারি।
একে ওকে দিয়ে হুমকি পাঠায়, মামলা বিশেষ ধারাতে
অভিজাতে করে খিস্তি-খেঁউড় নিজের অভিজাত পাড়াতে।

সুবিধার লোভে একদল এসে গায় গাজীদের সাফাইও!
অসভ্য তুমি ইনবক্স ঘেঁটে, আয়না দেখিয়া লাফাইও।

৪২১৪ পঠিত ... ০০:২০, মার্চ ২৪, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top