দুর্নীতি করা ছাড়া বিদেশের ভিসা পাবে না কোনো বাংলাদেশি

১৭৮ পঠিত ... ১৭:৪৬, জুন ২৪, ২০২৪

18 (2)

বর্তমানে আমরা বাস করি একটি গ্লোবাল ভিলেজে। দেশান্তরী হওয়া একসময় ভীষণ অর্থ সাপেক্ষ এবং চ্যালেঞ্জিং হলেও এখন তা একেবারেই হাতের মুঠোয়। উচ্চশিক্ষা, ভ্যাকেশন, বা ক্লিন স্লেট—যে কারণেই হোক না কেনো, মানুষ বিদেশ যাচ্ছে অহরহ। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, সম্প্রতি জাতিসংঘের কাল্পনিক সাধারণ অধিবেশন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মহাসচিব উগান্ডাই বিন ভুস্কি। বাকি ১৯৩ টি দেশের সাথে বৈঠক করেই তিনি জানান, ‘দুর্নীতি করা ছাড়া বিদেশের ভিসা আর পাবেন না কোনো বাংলাদেশী’

শুধু তাই নয়, এই সম্মেলনেই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্য তাদের স্ট্যান্ডার্ড সেট করেছেন আরও উপরে। কানাডা, মালয়েশিয়া, দুবাই ও সিঙ্গাপুরের একাধিক নেতা বলেন, 'আমরা কোনো ছিচকা চোর বাটপারের দেশ না। বাংলাদেশ থেকে এইসব দেশে আসতে হলে নূন্যতম ৭০০ কোটি বিলিয়ন টাকা দুর্নীতি করে আসতে হবে। পড়ালেখা, চিকিৎসা—আর কোনো কাজেই কেউ আসতে পারবে না... '

তবে এ প্রসঙ্গে একটি বিশেষ আইডিয়া নিয়ে এসেছে নরডিক কাউন্সিল। কাউন্সিলের চেয়ার পার্সন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফলের মতো ভিসা অ্যাপ্লিকেন্টদেরও একটা লিস্ট করতে পারি। যে যত বেশি দুর্নীতির প্রমাণ দেখাতে পারবে, সে ততো বেটার কান্ট্রি এবং সিকিউরিটি পাবে...নূন্যতম দুর্নীতির প্রমাণ না দেখালে সে ভিসা সেন্টার থেকেই বাতিল হিসেবে গণ্য হবে..’

বাংলাদেশ থেকে দুর্নীতি করে বিদেশে পাড়ি জমানো সফল দুজন ব্যক্তিকে এইসময় বিশেষ সংবর্ধনাও দেয়া হয়। সে দুজন হলেন, বেনজীর আহমেদ ও মতিউর রহমান।

উপস্থিত দেশগুলো এই প্রস্তাব সানন্দে লুফে নেন। তবে এ ঘটনার পর থেকেই হাসপাতালে শয্যাশায়ী হয়েছেন অসংখ্য পিএইচডি আকাঙ্খী এবং আইইএলটিএসে ৭ পাওয়া সিলেটের মানুষজন..

১৭৮ পঠিত ... ১৭:৪৬, জুন ২৪, ২০২৪

Top