eআরকি বুদ্ধিজীবী প্যাকেজ কিনলেন সলিমুল্লাহ খান

৩০৩ পঠিত ... ১৭:৫০, জুন ১০, ২০২৪

22-thumb

দুটি বই ও একটি ‘রাজনৈতিক আলাপ নিষেধ নয়’ নোট খাতা নিয়ে তৈরি eআরকি বুদ্ধিজীবী প্যাকেজ। দেশের যাবতীয় বুদ্ধিজীবীদের প্রথম পছন্দ এই প্যাকেজ। দেশের ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড়—সকল শ্রেণির বুদ্ধিজীবীরাই এই প্যাকেজ কিনছে নিয়মিত। অনেক বুদ্ধিজীবী জানিয়েছেন, কেনার পর বুদ্ধিজীবী থেকে বুদ্ধিটিবি (টেরাবাইট সাইজের বুদ্ধিজীবী) হয়ে যাচ্ছেন তারা।

এদিকে এক অপ্রকাশিত ও শতভাগ ফেক নিউজের সূত্র থেকে জানা গেছে, সলিমুল্লাহ খান নামের এক বুদ্ধিজীবী eআরকির বুদ্ধিজীবী প্যাকেজের ওপর মুগ্ধ হয়েছেন। কিনেছেনও একটি প্যাকেজ। পাকেজের ডিগবাজি বই ও মুরাদ টাকলা অভিধান পড়া শেষ করে বাসার ফার্নিচার হিসেবে ব্যবহার করছেন আর ‘রাজনৈতিক আলাপ নিষেধ নয়’নোটপ্যাডে লিখছেন বাজারের লিস্ট।

আরও একটি প্যাকেজ কিনেছেন। জানিয়েছে ব্রাত্য রাইসু নামে তার এক ছাত্রকে এই প্যাকেজ উপহার দেবেন।

eআরকি বুদ্ধিজীবী প্যাকেজ কিনতে: https://earkimerchandise.zatiqeasy.com/

earkimerchandise.zatiqeasy.com

৩০৩ পঠিত ... ১৭:৫০, জুন ১০, ২০২৪

Top