সাথে এক্সট্রা লিচুর বিচি রাখার পরামর্শ বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের

১১৩ পঠিত ... ১৬:৩৬, মে ৩০, ২০২৪

441085859_781208374154495_5600146003797326692_n

বাংলাদেশের খেলা দেখার সময় অনেকের চিবি স্কন্ধে উঠে যায়। এই ঝুঁকি এড়াতে বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের বিশ্বকাপ চলাকালিন সাথে এক্সট্রা দুটি করে লিচুর চিবি রাখার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

WHO থেকে বলে দেয়া হয়েছে, প্রতিটা ক্রিকেট ফ্যানই যেন এই কাজ করেন। এই সিদ্ধান্তের পেছনের কারণ জানতে চাইলে WHO থেকে একজন ভূয়া এক সাক্ষাতকারে বলেন, বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার সময় প্রায় প্রতিটা ফ্যানেরই চিবি স্কন্ধে উঠে যায়। আমরা চাই না তাদের সাথে এমনটা হোক, এটা স্বাস্থ্য ঝুঁকি। যেখানকার জিনিস সেখানেই থাকা ভালো। তাই ওদের প্রতি আমাদের পরামর্শ আগেই দুইটা লিচুর বিচি স্কন্ধে নিয়ে রাখা।

WHO থেকে আরও বলা হয়, খেলা দেখতে বসার আগে দুইটা লিচুর বিচি নিজের স্কন্ধে নিয়ে রাখবেন। কাঁধ ফুলফিল থাকলে নিজের চিবি চাইলেও আর স্কন্ধে উঠে আসতে পারবে না। নির্দিষ্ট স্থানে সুরক্ষিত অবস্থাতেই থাকবে! এক ভুয়া তথ্যে জানা যায়, অনেক তরুণীও নিজেদের কাঁধে লিচুর বিচি রাখার প্র্যাকটিস করছেন খেলা দেখাকালীন সময়ে।

কেন করছেন জানতে চাইলে এক তরুণী বলেন, ভাই, এইটা বাংলাদেশের খেলা। এই খেলা দেখতে বসলে সবার চিবিই স্কন্ধে উঠে যায়। নো মেটার কার চিবি আছে কার নাই।

তবে, কিছু মানুষের ক্ষেত্রে দেখা গিয়েছে ভিনরকম বিপত্তি। অনেক তরুণ জানাচ্ছেন, আমাদের চিবি লিচুর বিচির মতো না। আমাদের চিবি আরও বড়, সেক্ষেত্রে আমরা কী করব? দুইটা করে মোট চারটা চিবি রাখব? নাকি তালের চিবি রাখব?

১১৩ পঠিত ... ১৬:৩৬, মে ৩০, ২০২৪

Top