খোলা চিঠি পাওয়ার পর দ্রুত পর্দা কেনার সিদ্ধান্ত আয়মান-মুনজেরিনের

৯৬২ পঠিত ... ১৭:৫২, সেপ্টেম্বর ১৬, ২০২৩

খোলা-চিঠি-পাওয়ার

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জুটি আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ ১৫ সেপ্টেম্বর ২০২৩-এ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরপরই জনৈক এক প্রফেসরের কাছ থেকে পর্দা বিষয়ে একটি খোলা চিঠি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। চিঠিটি চোখ এড়িয়ে যায়নি আয়মান সাদিক ও মুনজেরিন শহীদেরও। চিঠিটে পাওয়ার পর পর্দা কেনার জন্য বেশ তড়িঘড়ি লক্ষ করা গেছে এই জনপ্রিয় জুটির মধ্যে। তবে কোথা থেকে পর্দা কিনবেন তা এখনও ঠিক করতে পারেননি তারা। 

এলিফ্যান্ট রোডের দোকানগুলো থেকে পর্দা কেনার প্রাথমিক সিদ্ধান্ত নিলেও, সালমান মুক্তাদির বাধ সাধলেন সেখানে। সম্প্রতি দিশাকে বিয়ে করে এলিফ্যান্ট রোড থেকে পর্দা কিনে ঠকেছেন আয়মান সাদিকের এই বন্ধু। এলিফ্যান্ট রোড থেকে না কিনে আয়মান সাদিককে হোমটেক্স থেকে পর্দা কেনার পরামর্শ দিয়েছেন তিনি। 

পর্দা বিষয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকায় আরও কয়েকজন বন্ধু–বান্ধব ও আত্নীয়–স্বজনের সাথে কথা বলেন তারা। সবাই মিলে যে পরিমাণ পরামর্শ দিলেন তাতে পর্দার দোকানের একটি লম্বা লিস্ট পেয়ে গেলেন আয়মান-মুনজেরিন। কেউ বলছে নিউমার্কেট থেকে নিতে, কেউ আবার বলছে ঢাকার বিভিন্ন স্থানে রাস্তার পাশে ভ্যানগাড়িতে করে কম খরচে ভালো মানের পর্দা বিক্রি করা হয়, সেখান থেকে নিতে। মুনজারিন জানিয়েছেন তিনি গাউসিয়া থেকে গজ কাপড় কিনে, নিজের পছন্দ মত পর্দা বানিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন।  

শুধু কি কোথা থেকে কিনবে সেই সিদ্ধান্ত নিলেই হবে? পর্দার রঙ কী হবে সেটা তো আরেক বিস্তর আলোচনার বিষয়। মুনজেরিনের পছন্দ ঘরের রঙের সাথে মিলিয়ে হালকা রঙের পর্দা, অন্যদিকে আয়মান ভাবছেন ১০ মিনিট স্কুলের সাথে মিল রেখে লাল–কালো রঙের পর্দা কিনবে।

তবে চিঠিটা যেহেতু আয়মানের উদ্দেশ্যে এসেছে, তাই পর্দা কেনার শেষ সিদ্ধান্তটাও নিজেই নেবেন বলে জানিয়েছেন তিনি।

৯৬২ পঠিত ... ১৭:৫২, সেপ্টেম্বর ১৬, ২০২৩

Top