আজ ৩ জুলাই বাংলাদেশে পা (ডান ও বাম উভয়ই) রেখেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বড় স্পন্সরের অভাবে মার্টিনেজের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে অল্পকিছু মানুষের। এই ভাগ্যবানদেরই একজন হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের জনমানুষের কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। এক কাল্পনিক ফেসবুক স্ট্যাটাসে তিনি এমির সাথে সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, কোপা আমেরিকার সেই টাইব্রেকারের পর থেকেই এমিকে ভালো লাগে। মূলত ওর জন্যেই তো প্রথম বড় কোনো শিরোপা জিতেছিলাম আমরা। তারপর বিশ্বকাপে তো ইতিহাসই হয়ে গেল! এমি অনেক লম্বা। আর সবাই জানে লম্বা মানুষের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। দেখলেন না ফাইনালের শেষমুহূর্তে হাঁটুর নিচে লাগিয়ে কী অসাধারণ সেভ করল! ওটা না হলে বিশ্বকাপটাই তো জিততাম না!
মার্টিনেজের সাথে দেখা করে মাশরাফির সন্তানরাও যারপরনাই আনন্দিত। মূলত তাদের কথা চিন্তা করেই মাশরাফি চাইছেন মার্টিনেজকে নিজের বাসায় রেখে দিতে। কাল্পনিক সেই পোস্টে মাশরাফি লিখেছেন, বাচ্চারা আবদার করেছে, এমিকে বাসায় এনে রাখতে হবে। এজন্যে আমি বড় একটা শোকেস বানিয়েছি। প্রস্তাবটা এমিকে দিতেই ও বলেছে, শোকেসে থাকাটা তো ইম্পসিবল! আমি বলেছি, আরে না, পসিবল। তুই পারবি!
মাশরাফি আরও লিখেছেন, মূলত বাচ্চাদের জন্যে হলেও এখানে ক্রিকেটীয় ব্যাপারও আছে। আমি মুশফিককে বাসায় এনে এমিকে দেখাব। বলব, ওকে দেখে শেখ কীভাবে কিপিং করতে হয়। এর পরেও যদি ভালো কিপিং করতে না পারিস, তালে ধরে দেবানে!