বিসিএস ক্যাডার ভেবে ভুলে বিটিএস আর্মিকে বিয়ে করলেন নোয়াখালীর নাদিয়া

১২২৭ পঠিত ... ১৮:১৬, আগস্ট ১৪, ২০২২

Vule-bts-army-ke-biye

‘ভুল সবই ভুল’ গানটিকে আবারো সত্য প্রমাণ করলো নোয়াখালীর তরুণী নাদিয়া। কাউকে না জানিয়ে ছোটবেলা থেকেই নাদিয়া নিজের জীবনের লক্ষ্য ঠিক করে রেখেছিলো, বড় হয়ে একজন বিসিএস ক্যাডার বিয়ে করবে! কিন্তু, সব স্বপ্ন হয় না সত্যি, বলছে মিঠুন চক্রবর্তী। তাই নাদিয়ার স্বপ্নটাও দুঃস্বপ্নে রূপ নিলো। বিসিএস ক্যাডার ভেবে বিয়ে করলেন বরিশালের তরুণ লাভারবয় লতিফকে (ফেসবুকের নাম)। কিন্তু, বিয়ের পরই নাদিয়া আবিষ্কার করলো যে, আসলে তার লাভারবয় লতিফ বিসিএস ক্যাডার নয়, সে একজন বিটিএস আর্মি। এরপর থেকে তীব্র হতাশায় কেঁদেই চলেছেন তিনি৷ ইউটিউবে কান্নাকাটির নানা টিউটোরিয়াল দেখে কান্নাটাও ভালোভাবে রপ্ত করায় নাদিয়ার কান্না দেখে অন্যরাও কেঁদেই চলেছেন।   

কান্নাকাটি থামিয়ে ১০ মিনিটের জন্য ইনস্টাগ্রামে ঢুকতেই সাক্ষাৎ হয় নাদিয়ার সাথে। 'লতিফ একটা ফ্রড। নিজেকে বিসিএস ক্যাডার দাবি করে এখন বিটিএস আর্মির জামা গায়ে দিয়ে ঘুরে ও। ভাবলাম, বিয়ের পর জামাইর সাথে সরকারি কোয়ার্টারে থাকবো। আর এখন দেখি জামাইর অফিসই নাই,' বলতে বলতে ১০ মিনিট বিরতির পর আবারো কাঁদা শুরু করলেন নাদিয়া।

এদিকে লাভারবয় লতিফ পাশেই দাঁড়িয়ে শুনছিল নিজের আপন বউয়ের অভিযোগ। বউয়ের সাক্ষাৎকার শেষ হতেই দৌড়ে এসে বললেন, 'আমার কোনো দোষ নাই, ভাই। আমি বিয়ের আগেই ওকে ইনবক্সে বলেছি আমি একজন বিটিএস আর্মি। তবে, অটো কারেকশানের পাল্লায় পড়ে বিটিএস আর্মি লিখতে গিয়ে বিসিএস আর্মি লিখে ফেলেছিলাম। সে ভেবেছিল আমি ক্যাডার হয়ে পুলিশে না গিয়ে আর্মিতে জয়েন করেছি। আমি না হয় টাইপিংয়ে ভুল করেছি, কিন্তু যেই মেয়ের স্বপ্নই বড় বয়ে বিসিএস ক্যাডার বিয়ে করা, সে কেন জানে না যে বিসিএস ক্যাডার চয়েসে ‘আর্মি’ ক্যাডার নাই? দোষটা তাহলে কার, ভাই?' বলতে বলতেই পাশের বাসার আরেক বিটিএস আর্মি এসে ডেকে নিয়ে গেলো লতিফকে।

এদিকে নাদিয়ার দায়িত্ব নিজের কাঁদে তুলে নিতে প্রতিদিনই অসংখ্য তরুণ আসছে নাদিয়ার চোখের জল মুছে দিতে। কিন্তু, এদের মধ্যে একজনও বিসিএস ক্যাডার না হওয়ায় কাউকেই সেই জল মোছার সুযোগ দিচ্ছে না নাদিয়া। কান্নার বিরতিতে মাঝেমধ্যে টিকটক ভিডিও বানায় নাদিয়া। নিজের দুরবস্থা নিয়ে একটা গানও লিখেছে সে। অন্য গানের সুর চুরি করে সেই গান গেয়ে টিকটকে আপলোডও দিয়েছে সে। টিকটকে নাদিয়ার আইডিতে যাওয়া মাত্রই নাদিয়ার গাওয়া গানটা শুনতে পাওয়া যায়।

‘ক্যাডার চাইলাম,

আর্মি পাইলাম,

এ জীবন বড়ই কষ্টের।

আছো কি কেউ,

থামাতে ঢেউ,

আমার চোখের জলের।‘

 

এই গানের নিচে একজনে কমেন্ট করেছে, 'চাপট করলে চাপট বেখ পাভে।'

১২২৭ পঠিত ... ১৮:১৬, আগস্ট ১৪, ২০২২

Top