eআরকি দিনের আলোয় নির্বাচনী প্রচারণার সময় আটক করা হয়েছে ফজলি আমের ১৩ কর্মী-সমর্থককে। তাদের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘন এবং আঁটি ছুড়ে মারাসহ বেশ কিছু অভিযোগ এসেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে ফজলি আমের কর্মী সমর্থকেরা উশৃঙখল আচরণ করতে শুরু করে৷ তারা রাতের বেলা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলো বলেও জানা যায়৷ জনৈক প্রত্যক্ষদর্শী বলেন, ' শুনলাম দিনের আলোতে নির্বাচন অথচ মিছিল করবে রাতের বেলা, এ কেমন কথা! এখন তো, আমও গেলো ছালাও গেলো।'
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে রসালো বক্তব্য দিয়েছেন ফজলি আম। তিনি বলেন, 'এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত একটি ঘটনা। আমার কর্মীদের অকারণে আটক করা হয়েছে।'
বিরোধী পক্ষের মিষ্টতার কাছে প্রশাসন মাথা নত করেছে এমন অভিযোগ করে ফজলি আম আরও বলেন, আমি সিজনের শেষের দিকে আসি। নির্বাচনী এলাকার মানুষকে শেষ মুহূর্তে আমের স্বাদ দেয়াই আমার একমাত্র অঙ্গীকার, অথচ তারা বিক্রি হয়ে গেলেন ল্যাংড়ার কাছে।' এ সময় উপস্থিত নেতা কর্মীরা স্লোগান দিয়ে বলেন, 'জেলের তালা ভাঙবো, ফজলি আমকে আনবো।‘
এ ব্যাপারে পুলিশের বক্তব্য নিতে গেলে দেখা যায় তারা ল্যাঙড়া আম খেতে খেতে ফজলি আমের নির্বাচনী পোস্টার দিয়ে প্লেন বানিয়ে থানার মধ্যে ওড়াচ্ছেন। আটক ১৩ নেতাকর্মীকে তারা ফৌজদারি অপরাধে আটক করেছেন বলেও দাবি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক পুলিশ অফিসার বলেন, 'ফজলি আর ফৌজদারি শব্দ দুইটায় মিল আছে দেখতেই পাচ্ছেন। আর কিছু বলতে চাই না।' বলেই তিনি কাটা চামচ দিয়ে ফালি ফালি ল্যাঙড়া আম মুখে চালান করতে থাকেন।
সর্বশেষ তথ্যমতে, ফজলি আম নির্বাচন বয়কটের চিন্তাভাবনা করছেন বলে জানা যায়। তবে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি৷