বাজারে এলো রাজাপক্ষে আন্ডারওয়্যার

২৯০ পঠিত ... ১৮:৩১, মে ১২, ২০২২

Rajapakshe-jangia

ভেঙে পড়েছে শ্রীলঙ্কার সরকার ব্যবস্থা। পদত্যাগ করেছে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। অন্যদিকে বিক্ষুব্ধ জনতার মার খেয়ে কয়েকজন সাংসদকে দিগম্বর হয়ে দৌড়াতে দেখা গেছে শ্রীলঙ্কার রাস্তায়৷ আর এরই মাঝে বাংলাদেশের বাজারে এসেছে রাজাপক্ষে আন্ডারওয়্যার।

আন্ডারওয়্যার ব্র‍্যান্ডটি জাঁকজমক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আন্ডারওয়্যার বাজারে আনার ঘোষণা দিয়েছে।

কী এমন আছে এই আন্ডারওয়্যারে, এমন প্রশ্নে ব্র‍্যান্ডটির ম্যানেজার একটি আন্ডারওয়্যার উঁচুতে তুলে ধরে বলেন, 'এর কাপড়ের পুরুত্ব। এত মোটা কাপড়ের আন্ডারপ্যান্ট এর আগে এই দেশে আসেনি।'

আন্ডারওয়্যার এর কাপড় মোটা হওয়ার কারণ জানতে চাইলে ম্যানেজার হেসে বলেন, 'এইটা হইলো সেফটি ইস্যু। যেকোনো আঘাত সহ্য করার ক্ষমতা আছে এই আন্ডারওয়্যারের। জিন্স ঘরানার এই আন্ডারওয়্যার আপনাকে দেবে ব্যথাহীন মার খাওয়ার পূর্ণ নিশ্চয়তা।'

দেশের চাহিদা মিটিয়ে এই আন্ডারওয়্যার বিদেশেও রপ্তানী করা যাবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, 'শ্রীলঙ্কায় কিছু রাজনীতিবীদকে আন্ডারওয়্যার এর অভাবে বিব্রতকর পরিস্থিতিতে পরতে দেখা গেছে। আমি চাই, এমন অবস্থা যেন আর কোনো দেশে না হয়।'

আন্ডারওয়্যারটিকে ডিজিটাল আখ্যা দিয়ে ম্যানেজার মুচকি হেসে বলেন, 'অতিরিক্ত মার খেয়ে হিস্যু করে দিলে এই আন্ডারওয়্যার এ থাকবে লিকুইড শুষে নেয়ার বিশেষ প্রযুক্তি৷'

এতসব সুবিধা কাদের কথা মাথায় রেখে দেয়া হচ্ছে জানতে চাইলে তিনি একটু উদাস হয়ে পড়েন। আকাশের দিকে তাকিয়ে বলেন, 'এটা আসলে সুবিধা নয়, এক ধরনের সংকেত। দীর্ঘদিন অবহেলায় থাকা অন্তর্বাসে গুরুত্ব দেয়ার সময় এসেছে, এটাই জানাতে চাই দেশের মানুষকে।'

২৯০ পঠিত ... ১৮:৩১, মে ১২, ২০২২

Top