নুহাশ হুমায়ূনকে সান্ত্বনা দিতে বাংলাদেশে আসছেন অভিষেক বচ্চন

২৮৭৭ পঠিত ... ১৬:৩৮, এপ্রিল ২৮, ২০২২

Nuhashke-santona

হুমায়ূন আহমেদের পুত্র না হলে এই পর্যায়ে আসতেন কিনা, এমন প্রশ্নে বেজায় চটেছেন নুহাশ হুমায়ূন। একটি লাইভ সাক্ষাৎকারে এভাবেই বিব্রত হয়ে তিনি সোশাল মিডিয়াতে উগড়ে দিয়েছেন ক্ষোভ।

আর সেই সাথে দেশের গণ্ডি পেরিয়ে খবরটা ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও। সেখানে অভিষেক বচ্চনের নজরে এসেছে নুহাশ হুমায়ূনের এই রাগ ও অভিমান। তৎক্ষণাৎ বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছেন অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন। নিজের বাবার একটি ফেক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা প্রদান করেন তিনি।

অভিষেক বলেন, 'ওর ব্যথা আমি বুঝতে পারছি। আমি জানি কতটা কষ্ট হয় এ ধরনের প্রশ্নে। তাই ওকে সান্ত্বনা দিতে আমি অবশ্যই যাবো। আমাকে যেতেই হবে।'

বাবার অবদান অস্বীকার করবো না এমনটা উল্লেখ করে অভিষেক বলেন, 'আপনারা জানেন, অমিতাভ বচ্চনের ছেলে না হলেও আজ আমি এই পর্যায়ে আসতাম। অথচ আমাকে পদে পদে শুনতে হয়েছে এমন প্রশ্ন৷ কেমন্ডা লাগে!'

এ সময় জনৈক ফেসবুকার কমেন্টে লেখেন, 'অমিতাভের ছেলে না হলে এখন কোন পেশায় থাকতেন?' উত্তরে অভিষেক একটা সেন্টি ইমো দিয়ে বলেন, 'তরে ব্লক দিতাছি'।

নুহাশকে 'সাহসী সন্তান' উপাধিতে ভূষিত করে অভিষেক আরো বলেন, 'এতদিন আমি মুখ বুঁজে সব সহ্য করেছি। তবে নুহাশকে দেখে আজ আমি প্রতিবাদ করার সাহস পেলাম। হুমায়ুন আহমেদের ছেলে বলেই হয়তো সে এমন আপোষহীন।'

নুহাশের নেক্সট মুভিতে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করে অভিষেক বলেন, 'বলিউডে অভিনয় করতে করতে আমি ক্লান্ত। এবার ইন্টারন্যাশনাল কিছু কর‍তে চাই। নুহাশ আমন্ত্রণ জানালে না বলবো না।'

এদিকে এ ব্যাপারে নুহাশের একটি ফেক অ্যাকাউন্টের সাথে সাথে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করে বলেন, 'বাপ কা, ভাইকা, দাদাকা, সাবকা নাম রশন কারেগা তেরা নুহাশ।'


২৮৭৭ পঠিত ... ১৬:৩৮, এপ্রিল ২৮, ২০২২

Top