ইদ শপিং-এর প্রথম দিনেই দামাদামি করে টুইটার কিনে ফেললেন ইলন মাস্ক

৪৩৬ পঠিত ... ১৬:২১, এপ্রিল ২৬, ২০২২

Mask-eid-shopping

সব জল্পনা-কল্পনা শেষে টুইটার কিনে নিলেন মার্কিন ধনকুবের এবং টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। মাইক্রোব্লগিং সাইট টুইটারের পুরো শেয়ার কিনতে তার খরচ পড়েছে চার হাজার ৪০০ কোটি ডলার। (সূত্র: এনটিভি অনলাইন)

তবে এই কেনাকাটাকে ইদের শপিং হিসেবে দাবি করেছেন ইলন মাস্ক। টুইটার কেনার কোনো পরিকল্পনা ছিলো না বলেও জানান তিনি। একটি ফেক টুইটার অ্যাকাউন্ট থেকে এসব কথা বলেন ইলন মাস্ক।

একটু অন্য কালারের টুইটার কিনতে চেয়েছিলাম উল্লেখ করে ইলন মাস্ক বলেন, 'ইদের খুশিতে আমি কিনতে চেয়েছিলাম লাল কালারের টুইটার। কিন্তু বাজারে এটা এক পিসই ছিলো। তাই বাধ্য হয়ে ওটা নিয়ে এলাম।'

ইদে টুইটার পেয়ে বাচ্চারা খুব খুশি হয়েছে এমনটা জানিয়ে ইলন বলেন, 'বড় ছেলেটা একাই টুইটার নিয়ে খেলছে। এখন ছোট মেয়ে বায়না ধরেছে, তাকে ফেসবুক কিনে দিতে হবে। মধ্যবিত্ত বলেই আজ বাচ্চাদের সব শখ পূরণ করতে পারি না।' এসময় ইলন মাস্কের গলা ভারি হয়ে আসে। ছলছল করে ওঠে তার দুই চোখ।

টুইটারের দাম কত চেয়েছিলো জানতে চাইলে ইলন মাস্ক মৃদু হেসে বলেন, 'ওরা আসলে কেনা দামেই আমাকে টুইটার দিয়েছে। এক টাকাও লাভ রাখেনি। বার বার বলছিলো, ‘স্যার দামের কথা পরে হবে, আগে কন পছন্দ হইছে কিনা!'

ইদে আরো কী কী কেনার কথা ভাবছেন এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে ইলন মাস্ক দীর্ঘশ্বাস নিয়ে বলেন, 'আসলে জীবনে সুখী হতে খুব বেশি কিছু লাগে না।'

বউ এর কাছ থেকেই দামাদামি করা শিখেছি উল্লেখ করে ইলন আরো বলেন, 'আগে আমি দাম কমাতে পারতাম না। যা চাইতো তাতেই কিনে আনতাম। এখন ওর কারণে অর্ধেক দামে কিনতে পারি।'

ভবিষ্যতে কেনাকাটা করতে নিউমার্কেট ও গাউছিয়াতে আসার ইচ্ছার কথাও জানান তিনি।

৪৩৬ পঠিত ... ১৬:২১, এপ্রিল ২৬, ২০২২

Top