করোনার সংক্রমণরোধে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন সাপেক্ষে বাড়ানো হয়েছে ভাড়া। বাসের কন্ডাকটররা তাদের নিজস্ব গণিতে মিলাতে পারলেও ৬০% বাড়তি ভাড়ার এই হিসাব মিলাতে পারছেন না সাধারণ যাত্রীরা। শুধু সাধারণ যাত্রী না, অনেক জ্ঞানী ও গণিতজ্ঞ যাত্রীরাও হিসেব মিলাতে হিমশিম খাচ্ছেন। এমনই একজন সর্বকালের সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। সম্প্রতি এমনই এক জটিলতায় পড়ে eআরকিকে নিজের জ্ঞানের স্বল্পতার কথা জানিয়েছেন তিনি।
eআরকিকে পাঠানো বিশেষ বার্তায় তিনি বলেন, ‘এয়ারপোর্ট থেকে ফার্মগেটে যেতে এক বাসে চড়েছিলাম। আমার হিসেবে ৬০% বর্ধিত হওয়ায় ভাড়া আসে ৩০ টাকা। কিন্তু কন্ডাকটর সাহেব আমাকে হিসেব দেখালেন, ২০+২০ এর ৬০% = ৩৫ টাকা। হিসেব বুঝে নিতে গেলে তিনি আমাকে বললেন, কথা কম বলেন চাচা মিয়া, বাম পা আগে দিয়া নাইমা যান।’
স্বভাবসুলভ ভঙ্গিতে জিহ্বা বের করে একবার জিহ্বায় কামড় দিয়ে তিনি বলেন, ‘বাস থেকে নেমে ফার্মগেট ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ হিসেব করার পরও হিসেব মিলাতে না পেরে মনে হলো, মডার্ন ফিজিক্সে আমার অনেক দখল থাকলেও ম্যাথমেটিকসের জ্ঞানের কিছু স্বল্পতা রয়েছে।’
নিজের ড্রাইভারের সাথে দীর্ঘ ৭২ ঘন্টা হিসেব নিকেশ করার পর আইনস্টাইন 'বাস ভাড়ার আপেক্ষিকতা' নামে নতুন একটি তত্বও আবিষ্কার করেন। তিনি জানান, ‘ব্যাপারটা আসলে আপেক্ষিক। যাত্রীদের সাপেক্ষে ভাড়া ৩০ টাকা হলেও, কন্ডাকটরের সাপেক্ষে তা ৩৫ টাকা। এখানেই ৬০% ভাড়া বৃদ্ধির যত মাজেজা। পাশাপাশি করোনা থেকে সুরক্ষিত রাখার চার্জ স্বরূপ কেউ কেউ চাইলে আরো ৫ টাকা বাড়তিও নিতে পারে।’
ভাড়া নিয়ে আইনস্টাইনের বাড়াবাড়ির খবর পৌঁছে যায় সম্রাট শাহজাহানের কাছেও। এক পর্যায়ে পড়া মবিল নিয়ে শাহজাহান সৈন্যদলের আগমনের খবরে আইনস্টাইন আলোর গতিতে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন।