আমি ৩০০০+ বিসিএস আবেদন পূরণ করে দিয়েছি: নিজের যোগ্যতা জানিয়ে নীলক্ষেতের কম্পিউটার দোকানদার

২৪০৮ পঠিত ... ১৬:৪৩, মার্চ ০৩, ২০২১

bcs (3)

যোগ্যতায় নতুন মানদন্ড যোগ করে দিয়েছে বিসিএস জনগোষ্ঠীর ডা. আশিষ নামের অজ্ঞাত এক ডাক্তার। ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, নিজের ব্যক্তিগত সীলে নিজের যোগ্যতার পাশে বিসিএস প্রিলিতে অংশগ্রহণের কথা উল্লেখ করেন তিনি।

ডা. আশিষের এমন কান্ডের পর যোগ্যতার নতুন মানদন্ড স্থাপন করেছেন নীলক্ষেতের এক কম্পিউটার কম্পোজার। করিম নামের এই কম্পোজার বলেন, 'আমি প্রতিবছর ৩০০০ এর বেশি বিসিএস আবেদন ফরম পূরণ করে থাকি। এই তল্লাটে আমার চেয়ে যোগ্য ব্যক্তি আর কে আছে?'

পিএসসির কাছে নতুন পদ সৃষ্টির দাবি তুলে করিম আরো বলেন, 'আমি বিসিএস ক্যাডারদের বাপ-মা। এই আমার হাত ধরে মিনিটে-সেকেন্ডে হাজার হাজার বিসিএস ক্যাডার জন্ম নেয়। প্রিলি, রিটেন আর ভাইবাতে বাদ পড়াদের হিসেবে আনলে সেটা লাখের ঘর ছাড়িয়ে যাবে। এই আমাদের মত স্রষ্টাদের জন্য ফাদার অফ বিসিএস ন্যাশন নামে নতুন পদ সৃষ্টি করতেই হবে।'

দাবি না মানলে দেশবাসীকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, 'আমাদের পূরণ করে দেয়া ফর্মে বিসিএস পায়া এসির হাওয়া খাবে। আর আমরা রোদে-গরমে নীলক্ষেতে বসে থাকবো তা হয় না। অতিসত্তর আমাদের দাবি না মানলে আর বিসিএস ফরমই পূরণ করুম না। দেখি আপনারা মেয়ে বিয়ে দেয়ার জন্য বিসিএস ক্যাডার কোথায় পান।'

২৪০৮ পঠিত ... ১৬:৪৩, মার্চ ০৩, ২০২১

Top