গত ৩১ জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় প্রতিশ্রুতি হিসাবে ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম বলেছিলেন, ক্ষমতায় আসলে মাত্র তিন মাসের মধ্যেই দূর করে দিবেন ঢাকার জ্যাম। যে জ্যাম গত ত্রিশ বছরেও না কমে শুধু বেড়েছে সেটাকে তিন মাসে কিভাবে দূর করা হবে সেটা নিয়ে সন্দেহে ছিলেন অনেকেই।
কিন্তু কি অবাক কান্ড! অবিশ্বাস্য এক মিরাকল ঘটিয়ে ফেলেছেন আতিকুল। মাত্র দুই মাস যেতে না যেতেই ঢাকার কোনো রাস্তায় দেখা পাওয়া যাচ্ছে না জ্যামের। শুধু তাই না, ঢাকার রাস্তাঘাট-অলিগলি এত খালি ছিল না ঈদ-উৎসব কখনোই! তবে সবচাইতে অবাক করা বিষয়, এই সাফল্যকে ভালোভাবে দেখছে না জনগণ। তাদের দাবি, আতিকুল নয়, জ্যাম দূর হয়েছে করোনাভাইরাসের জন্য।
তবে বিষয়টি মানতে নারাজ ঢাকা উত্তরের এই মেয়র। বক্তব্য না প্রকাশ করার শর্তে তিনি বলেন, 'করোনার দোহাই দিয়ে লোকে আমার কঠোর পরিশ্রমকে অন্যখাতে প্রবাহিত করতে চাচ্ছে। অথচ আমরা অলরেডি জেনে গেছি আওয়ামী লীগ করোনার চাইতে বেশি শক্তিশালী। করোনা ধরলে চৌদ্দদিনে মুক্তি পাওয়া যায়, আর আওয়ামীলীগ ধরলে মুক্তি মেলে না ১২ বছরেও! সুতরাং করোনা নয়, জ্যাম দূর করেছি আমরাই।'
এ পর্যায়ে তিনি সদ্য নিজ হাতে বানানো চা প্লাস্টিকের কাপে ঢালতে ঢালতে বলেন, 'জ্যাম দূর হইছে কিনা, এইটাই আসল কথা। কীভাবে হইলো এইটা বিষয় না। মেয়র হিসেবে কিছু না করলেও সবাই বলে 'করো না করো না', আবার এখন করার পরও সবাই বলছে 'করোনা করোনা'! করোনার সময়টায় অতি কুল আছি বলেই এসব চুপচাপ মেনে নিচ্ছি।'
জ্যামের কারণে ঢাকাবাসীর প্রতিদিনের জীবন ছিল যাচ্ছেতাই। অথচ সেই ঢাকাবাসী এখন ট্রাফিক জ্যামকেই ফিরে চাচ্ছে নিজেদের জীবনে। এ বিষয়ে আরিফ হাসান নামে জনৈক ঢাকাবাসী বলেন, 'মেয়র যা করতে পারে না, একটা ভাইরাস তা করে দেখাইলো। করোনাভাইরাসেরই আসলে ঢাকার মেয়র হওয়া উচিত।'
উত্তর না দক্ষিণ তা না প্রকাশ করার শর্তে এক ঢাকাবাসী বলেন, 'জনগণ এমন কোনো মেয়রকে ভোট দিতে চায়, যে ফিরিয়ে দেবে ঢাকার ঐতিহ্যবাহী জ্যাম। দাও ফিরাইয়া সেই জ্যাম, লও এই খালি রাস্তা...'
[eআরকি একটি স্যাটায়ার ওয়েবসাইট। এখানে প্রকাশিত খবর বিশ্বাস তো দূরের কথা, অবিশ্বাসও করবেন না।]