ঢাকার পলাশীর রাস্তায় আয়োজন করা হয়েছে সবার জন্য উন্মুক্ত 'ডিজে পার্টি'

১৩৪৩ পঠিত ... ১৯:৫৪, সেপ্টেম্বর ১২, ২০১৯

পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকার বাসিন্দাদের বিনোদনের সুযোগের অপ্রতুলতা নতুন কিছু নয়। এই রুক্ষ শহরের বুকে এক ঝলক বিনোদনের পরশ বুলিয়ে দিতে পলাশীতে যাত্রা শুরু করেছে ‘পলাশী ডিস্কো কর্নার’! সম্প্রতি ফেসবুকে মুশফিকুর রহমানের পোস্ট করা একটি ভিডিও থেকে জানা যায়, সদ্যপ্রতিষ্ঠিত এই ডিস্কো কর্নারের কথা। প্রতিষ্ঠার পরপরই সকলের নজর কেড়ে নিয়েছে বিনোদন কেন্দ্রটি।

প্রতিটি ছুটির দিনে ঢাকাবাসী বুঝে উঠতে পারে না, কোথায় যাবেন তারা? উচ্চবিত্ত শ্রেণী ঠিকই বিনোদনের মাধ্যম ও স্থান খুঁজে পেলেও, সব সমস্যা যেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের। তারা যেখানেই যায়, সেখানেই কোটি মানুষের ভিড়। হাতিরঝিল, টিএসসি, রমনা পার্ক, বোটানিকাল গার্ডেন ইত্যাদি সকল বিনোদনকেন্দ্রেই থাকে বিনোদনের তৃষ্ণায় তৃষিত লাখো জনতার ভিড়। এমন দুঃসময়ে ঢাকাবাসীর পাশে এসে দাঁড়িয়েছে নাম না জানা এক কর্তৃপক্ষ। 

পলাশী ডিস্কো কর্নারে গিয়ে দেখা যায়, সূর্য ডুবতেই শুরু হয়ে গেছে আলোর ঝলকানি। তখনো কোন দর্শনার্থী না আসায় eআরকি কথা বলে ডিস্কো কর্নারের এক কর্মকর্তার সাথে। জানতে চাই অভিনব এই উদ্যোগ সম্পর্কে। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা eআরকিকে বলেন, ‘ঢাকার মতো শহরে ডিস্কো-ডিজে ইত্যাদি বিনোদন কোথাও কোথাও নিশ্চয়ই আছে। কিন্তু সেসবে যাবার মতো আর্থিক সামর্থ্য অধিকাংশেরই নাই। তাই আমাদের এই উদ্যোগ!’ খরচের ব্যাপারটি নিয়ে জানতে চাইলে হেসে উঠে তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ বিনামূল্যে ডিস্কো সেবা প্রদান করে থাকি। আমাদের কর্নার সবার জন্য উন্মুক্ত। শুধুমাত্র সাউন্ড সিস্টেমটা নিয়ে আসতে। সেখানে নিজের পছন্দমতো গান বাজিয়ে আলো ও সুরের তালে তালে যে কেউ মেতে উঠতে পারবে ডিস্কোয়।’ এছাড়া কেউ চাইলে হেডফোনেও নিজের পছন্দের গান বাজিয়ে এখানে অংশ নিতে পারবেন। 

বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলনস্থল পলাশীর মোড়ে এই ডিস্কো কর্নারে প্রতি রাতেই নানা বয়সের অসংখ্য মানুষ এসে ভিড় জমায়। এদের একটা বড় অংশই তরুণ বয়সী। এক তরুণের কাছ থেকে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘’ ‘এইখানের পরিবেশটা সুন্দর অনেক! কোন হৈ চৈ নাই। নিজের পছন্দ মতো পার্টি সং বাজাইলেই চলে।’ তবে ডিজে পার্টি শুরু হলে অনেকে এসে হৈ চৈ শুরু করতে পারেন বলে আশংকা প্রকাশ করেছেন এই তরুণ! অন্য এক তরুণ বলেন, ‘মিউজিক ও লাইটের পাশাপাশি এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ও কিছু ঘোড়া চলাচল করে। সেসবের শব্দ ও আলো এখানে অন্য এক আবহ সৃষ্টি করে। পৃথিবীর আর কোথাও এমন রিয়েল টাইম ডিস্কো কর্নার আছে বলে আমাদের জানা নেই।’

দর্শনার্থীদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায় এই অঞ্চলে। এ ব্যাপারে ডিস্কো কর্নারের এক পানীয় বিক্রেতা বলেন, ‘রওশন এরশাদ সবাইরে পার্টি করতে বলার পর থিকা এইখানে ভিড় বাইড়া গেছে অনেক! চিল্লাচিল্লি একটু বেশি। তয়, আমার ব্যবসা ভালোই হইতেছে।’ তার সাথে কথা বলে জানা যায়, সপ্তাহের সবগুলো দিনেই কমবেশি মানুষ থাকলেও ছুটির দিনগুলোয় বিশেষ করে বৃহস্পতিবার রাতে এখানে ভিড় বেড়ে যায়। 

১৩৪৩ পঠিত ... ১৯:৫৪, সেপ্টেম্বর ১২, ২০১৯

Top