ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়টিই পৃথিবীর দীর্ঘতম অফিস

৬৪৪ পঠিত ... ১৯:৩০, আগস্ট ২৯, ২০১৯

বিশ্বের বৃহত্তম অফিস হিসেবে পেন্টাগনের খ্যাতি আছে। প্রায় ৬৬ লক্ষ স্কয়ার ফিট এলাকা নিয়ে আমেরিকান রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা বিভাগের এই কার্যালয়। তবে বৃহত্তম কার্যালয় সুদূর আমেরিকায় অবস্থিত হলেও, পৃথিবীর দীর্ঘতম কার্যালয়ের অবস্থান এই ঢাকাতেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়টিই পৃথিবীর দীর্ঘতম কার্যালয় বলে চিহ্নিত হয়েছে। ফেসবুকে পোস্ট করা জুনায়েদ সরকারের ছবি দেখেই এই তথ্য পাওয়া যায়।

অবিভক্ত ঢাকার একটি সুদৃশ্য স্থান ছিল নগর ভবন। কিন্তু ঢাকা বিভক্ত হবার পর সেই সুপ্রাচীন নগর ভবন দক্ষিণ ঢাকার অধিকারে চলে যায়, আর উত্তর ঢাকা পড়ে থাকে উল্লেখ করার মতো কোন কার্যালয় ছাড়াই। এমন সময় উত্তর সিটি কর্পোরেশন করে ফেলল এক বিশ্বরেকর্ড। দেড় কিলোমিটার দৈর্ঘ্যের একটি অফিস নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের অফিসই এখন কেবল ঢাকাই নয় বিশ্বেরই দীর্ঘতম অফিস।

এ বিষয়ে কথা বলতে উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ে গেলে, সুদীর্ঘ অফিসটিতে ঢুকবার প্রকৃত দরজাটি খুঁজে পেতে হয়রান হয়ে পড় eআরকি প্রতিনিধি। পরে মুঠোফোনেই উত্তর ঢাকার কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। দীর্ঘতম অফিসটির ব্যাপারে এখনো সাধারণ জনগণ কেন তেমন কিছু জানে না, এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমরা এখন ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ব্যস্ত আছি। তাই জনগণের জন্য এই তথ্যটি দিতে পারছি না।’ সিটি কর্পোরেশনের এত বড় অফিস কেন? eআরকির এমন কৌতূহলের জবাবে অন্য এক কর্মকর্তা বলেন, ‘আপনারা তো জানেনই আমরা এডিস মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আর মশা মারতে দাগতে হয় কামান। এছাড়া অন্যান্য সরঞ্জাম তো আছেই। সেসব কামান আর যুদ্ধের সরঞ্জাম রাখার জন্য আমাদের মস্ত বড় অফিসের দরকার পড়ল।’

দীর্ঘতম কার্যালয় সংক্রান্ত তথ্যটি জানতে পেরে দেশের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই খবর আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারলে তো তারা দলে দলে ছুটে আসবে ঢাকার উদ্দেশ্যে। বিশ্বজুড়ে তোলপাড় পড়ে যাবে।’

গিনেজ বুক কর্তৃপক্ষের সাথেও খুব শীঘ্রই যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের কর্তাব্যক্তিরা।

৬৪৪ পঠিত ... ১৯:৩০, আগস্ট ২৯, ২০১৯

Top