কুয়াশার চাদরে ঘিরে শীত আসি আসি করে এসেই পড়ল। মাত্র তো শুরু। শুরুতেই যদি শীতের তীব্রতা এত হয় তাহলে বাকি দিনগুলোতে শীত কেমন পড়বে, সেটা চিন্তার বিষয়। এ নিয়েই আমাদের এবারের eআরকিটুন। আঁকা সাদাত
২. সব অঙ্ক ভুলে শুধু হিমাংক কষতে হবে।
৩. বিজ্ঞান বইয়ে তরল পদার্থ বলে কিছু থাকবে না। ফলে পদার্থ হবে দুই প্রকার—কঠিন ও বায়বীয়।
৫. তরকারিতে কেউ গরম মসলা ব্যবহার করতে পারবে না!
৬. কিছুতেই বাজারে অর্থের তারল্য থাকবে না।
৮. যত উত্তেজিত হয়েই আলোচনা করুন না কেন, কোনো উত্তাপই ছড়াবে না।
৯. আপনার আর কখনোই ‘হাঁপানি’ হবে না, হবে ‘হা বরফ’! জলাতঙ্ক হবে না, হবে বরফাতঙ্ক!
১১. কিছু কবিতা ও গান বদলে দিতে হবে। যেমন বরফ পড়ে, পাতা নড়ে। আমার আছে বরফ! ইত্যাদি।
১২. লাশ মর্গে রাখতে হবে না! এমনিতেই সংরক্ষিত থাকবে।
১৪. পানির ছবি তুলে প্রিন্ট দিলে বরফের ছবি বের হবে।
১৫. গন্ডারও শীতবস্ত্রের জন্য লাইনে দাঁড়াবে!
১৭. মানুষ এত কাঁপাকাঁপি করবে যে, ভূমিকম্প ছাড়াই রিখটার স্কেলের কাঁটা আট-এ উঠবে।
১৮. মাছে ফরমালিন মেশানো হবে না! মাছ এমনিতেই দিনের পর দিন তাজা থাকবে।