বধ্যভূমি

৪১৬ পঠিত ... ১১:১৯, ডিসেম্বর ১৪, ২০১৮

উঠে আসে হাতের চুড়ি

মাথার খানিক চুল

বুলেট ফুটো পরার কাপড়

কিংবা নাকের ফুল।

 

উঠে আসে চশমার কাঁচ

যুদ্ধে যাওয়ার বুট

উঠে আসে সোনালী দিন

যা হয়েছে লুট।

 

উঠে আসে রঙিন কলম

গুলতি, খেলার বল

বাবার চোখের স্বপ্ন ওঠে

মায়ের চোখের জল।

 

একাত্তরে পাকবাহিনীর

পৈশাচিক উল্লাসে

খুলির সাথে আটকে থাকা

বুলেট উঠে আসে।

 

সদ্য খোঁড়া বধ্যভূমির

এই যে খুলি, হাড়

কেউ জানে না, কেউ খোঁজে না

কোন খানা যে কার।

 

খুঁজতে যাবার নেই প্রয়োজন

কারণ সবাই জানে

আপন ভেবেই প্রাণ দিয়েছে

ওরা দেশের টানে।

৪১৬ পঠিত ... ১১:১৯, ডিসেম্বর ১৪, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top