ফাটা কেষ্টর হেলমেট

১৭৮৪ পঠিত ... ১৮:৫২, সেপ্টেম্বর ০৪, ২০১৭

ছবি: সংগৃহীত

একদিন এক মন্ত্রী মশাই ঢাকার পথে নেমে;
আমজনতা শাসন করে গেলেন পুরোই ঘেমে।
হঠাৎ করে একটি টেকো পড়ল তাহার চোখে;
মন্ত্রী গেলেন ভীষণ ক্ষেপে, সাধ্য কাহার রোখে—
হেলমেট কই, টাকলু ভায়া, দেশের কী আইন, জানো?
হইছো বুড়া বাতাস খেয়ে? খাও কি এখন ডানো?
খাও কি এখন নাতনি-নাতির ল্যাক্টোজেনের নিপল?
তোমরা হ'লা মুহিত ভায়ের বোগাস-রাবিশ পিপল!
আজকে থেকে গাজর খাবা, খাইবা না আর ফিডার;
জগৎজুড়ে দেখছো কোথাও আমার মতো লিডার?
আকাশপথে কাউয়া আছে, কাউয়া আমার দলে;
লাগবে কেমন কাউয়া যদি টাকটা ভরায় মলে?
ফাঁইসা যাবা, ফাঁসাই যদি আইনি ধারার ফাঁকে;
ছেড়েই দিলাম এবার কেবল আদর করে টাকে।

এর পর এক ইদের দিনে, নিজের সাধের শহর;
মন্ত্রী গেলেন হ্যাংআউটে, মোটরগাড়ির বহর।
হঠাৎ এসে একটা পাগল করল আটক তাদের—
হেলমেট কই তোমগো মাথায়, কী মিয়াভাই কাদের?

গর্জে ওঠেন মন্ত্রী মশাই——গলাস কেন নাক;
হেলমেট তো পরবে তারা, যাদের মাথায় টাক।
আমার মাথায় টাক কি দেখিস, তুলব পিঠের ছাল;
হেলমেট তো পরবে হায়াত, পরবে নাহিদ-মাল।
আইন হয়েছে রাষ্ট্রে নতুন, জানিস না সে কবেই?
করিস যতই ফন্দিফিকির, পদ্মা সেতু হবেই।

১৭৮৪ পঠিত ... ১৮:৫২, সেপ্টেম্বর ০৪, ২০১৭

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top