শান্তিতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছে মোহাম্মদপুরের ছিনত

৯৯ পঠিত ... ১৬:২৭, জুন ২৯, ২০২৪

29 (11)

মোহাম্মদপুর একটা আতংকের নাম। কিন্তু, এই আতংকিত জায়গার প্রোফেশনাল ছিনতাইকারীরাই এবার পাচ্ছেন শান্তিতে নোবেল। জানা গিয়েছে, মোহাম্মদপুরের প্রতিটি ছিনতাইকারীর হাতেই তুলে দেওয়া হবে একটা করে নোবেল পুরস্কার।

কেন দেওয়া হবে এই শান্তিতে নোবেল পুরস্কার? জানতে চাইলে, পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন ছিনতাই হওয়া এক ব্যক্তি আমাদের জানালেন, তারা খুবই প্রোফেশনাল। কিন্তু, তাদের মধ্যে মানবতাও অনেক বেশি। আপনি যদি মোহাম্মদপুরে হাটঁতে হাটঁতে ফেসবুকে কোনো স্ট্যাটাস দেওয়া অবস্থায় থাকেন, আর ওই সময়ই আপনার ছিনতাই হয়। তাহলেও চিন্তা নেই, তারা আপনার হয়ে পোস্টটা আপলোড করে দেবে। কারও মধ্যে মানবতা না থাকলে এই উদ্যোগ কেউ নিতে পারে না। অর্ধেক লিখা পোস্ট আপলোড না হইলে যে অশান্তিটা হয়, তারা আমাদের সেটা পেতে দেয় না। তারা আমাদের দেয় শান্তি, বিরাট শান্তি। তাই আমরাও তাদের এবার শান্তিতে নোবেল দেব।

এ বিষয়ে ছিনতাইকারীর মতামত জানতে আমাদের প্রতিবেদক ছুটে যান মোহাম্মদপুর। অনেকক্ষণ হয়ে গেলেও প্রতিবেদককে যোগাযোগ করতে দেখা যায় না। কিছুক্ষণ পর তার ফেসবুকে একটা স্ট্যাটাস আসে, মোহাম্মদপুরে আসছিলাম ইন্টারভিউ নিতে, কিন্তু আমার নিজেরই

৯৯ পঠিত ... ১৬:২৭, জুন ২৯, ২০২৪

Top