বাংলাদেশ কাবাডি দলে রেইডার হিসেবে ডাক পেলেন গঞ্জালেস

২০০ পঠিত ... ১৭:৫১, জুন ২৬, ২০২৪

27 (16)

ফুটবল ম্যাচে কাবাডির দক্ষতা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছেন আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালেস। চলমান কোপা আমেরিকায় চিলির সাথে হওয়া ম্যাচে এক ফুটবলারের পা কাবাডি স্টাইলে টেনে ধরে নেট দুনিয়ায় মোটামুটি মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছেন তিনি। ফুটবল মাঠে এমন অভিনব পারফরম্যান্সের জন্য বাংলাদেশ কাবাডি দলে রেইডার হিসেবে ডাক পেয়েছেন গঞ্জালেস।

বিস্তারিত জানতে গঞ্জালেসের নাম্বারে মিস কল দেওয়া হলে তিনি কলব্যাক করে আমাদের বলেন, খুবই খুশি লাগছে ভাই। পায়ের খেলায় হাতের ব্যবহারের জন্য আমরা আর্জেন্টাইনরা আগের থেকেই বিখ্যাত। তবে এই ট্যালেন্টের জন্য যে অন্যান্য স্পোর্টসেও ডাক পাব কখনও ভাবিনি। বাংলাদেশি কাবাডি দলে খেলতে মুখিয়ে আছি। শুনেছি সেদেশে নাকি প্রতিটা মানুষই নাকি জন্মগতভাবে কাবাডি প্লেয়ার, মানে অন্যদের টেনে নামাতে বেশ দক্ষ। আশা করছি বাংলাদেশে আমার ক্যারিয়ার ভালোই জমবে।

অন্যদিকে গঞ্জালেসকে দলে নেওয়ায় অভিমান করেছেন স্থানীয় কিছু বাংলাদেশি। এমনই একজন আমাদের বলেন,  সারাজীবন ধরে মানুষকে টেনে নিচে নামাচ্ছি। কিন্তু কোনোদিন কাবাডি টিমের থেকে একটা সম্মাননাও পেলাম না, আর এরা কোথাকার কোন গঞ্জালেসকে নাকি টিমেই নিয়ে নিলো! এদেশে আসলেই ট্যালেন্টের মূল্য নাই।

২০০ পঠিত ... ১৭:৫১, জুন ২৬, ২০২৪

Top