আনপেইড ইন্টার্নশিপ শো করে বিয়ে করলো অঞ্জন নামের যুবক, মামলা কনের পরিবারের

১৯৭ পঠিত ... ১৭:৪০, জুন ২৬, ২০২৪

25 (20)

অঞ্জন আর বেলার প্রেম অনেকদিনের। কিন্তু অঞ্জনের চাকরি না থাকায় কোনোভাবেই বেলাকে অঞ্জনের কাছে বিয়ে দিতে রাজি হচ্ছিলো না বেলার পরিবার। অঞ্জনও কী করবে বুঝে উঠতে পারছিলো না। এমনই কঠিন সময়ে অঞ্জনের সামনে আশার আলো নিয়ে হাজির হল তানভির সুলতান এমবিএর প্রতিষ্ঠানের আনপেইড ইন্টার্নশিপ। এই আনপেইড ইন্টার্নশিপ শো করেই দুইপরিবারের সম্মতিতে বিয়ে করেন অঞ্জন ও বেলা।

এরপরই সামনে আসে অঞ্জনের আনপেইড ইন্টার্নশিপের বিষয়, জানতে পেরে যায় বেলার পরিবার। অঞ্জনের বিরুদ্ধে প্রতারণার মামলা করে পরিবারটি। এই ঘটনার জেরে অঞ্জন এখন পলাতক, বেলা আপাতত আছে নিজেদের বাড়িতেই।

বিষয়টি নিয়ে বেলার এক মামার সাথে কথা বললে তিনি জানান, বিয়ের জন্য যখন ছেলের অফিস দেখতে যান সেখানে সবই সুন্দর ছিল। ভালো ছিল। পাত্রের একটা সুন্দর ডেস্ক, ডেস্কের মধ্যে আবার অ্যাপলের ম্যাকবুক। সাজানো-গোছানো অফিস। পাত্রকেও কাজ-কর্মে বেশ ব্যস্ত দেখেছি। সব মিলিয়ে ভেবেছি, ছেলে তো ভালোই। ভালো পোস্টে চাকরি করে, অফিসে ম্যাকবুক চালায়। মেয়েকে বিয়ে দিলে এখানেই দিবো।

কিছুদিন পর পরিবারটি জানতে পারে অঞ্জন আসলে আনপেইড ইন্টার্নশিপ করছিলো। ডেস্কে থাকা ম্যাকবুকটাও তার না, তার এক বন্ধুর। ইন্টার্নশিপের ৩ মাসের জন্য ধার নিয়েছিলেন।

বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অঞ্জন জানায়, চাকরির জন্য বিয়ে হচ্ছিল না। এই আনপেইড ইন্টার্নশিপের অফার অনেক আগে থেকেই ছিল। কিন্তু টিউশনি করিয়ে হাজার হাজার টাকা কামানো আমার আসলে এই ধরনের আনপেইড ইন্টার্নশিপের দরকার ছিল না। পরে ভাবলাম, অফার যেহেতু আছে বিয়েটা করে নেই।

নিজের নামে মামলার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন অঞ্জন। তিনি বলেন, আমার নামে কেন মামলা দিবে? মামলা দিলে সেসব প্রতিষ্ঠানের নামে দেয়া উচিত যারা আমাদেরকে এমন আনপেইড ইন্টার্নশিপের সুযোগ করে দেয়।

 

১৯৭ পঠিত ... ১৭:৪০, জুন ২৬, ২০২৪

Top