ছাদ ফুটানির গান

১১৭ পঠিত ... ১৭:৩৭, জুন ২৬, ২০২৪

21 (13)

শিল্পের সন্ধানে আমাদের খুব বেশি দূরে যেতে হয় না কখনই। ও ইযে রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শিষের ওপর একটি শিশিরবিন্দু!’

এ লাইনগুলো তিনি প্রকৃতি আবিষ্কারের উদ্দেশ্যে বললেও শিল্পের ক্ষেত্রেও একই মেথড প্রযোজ্য। শিল্পের রসদ আমাদের আশেপাশেই আছে। হোক তা গল্প, সিনেমা, কবিতা কিংবা চিত্রকর্ম। 

কিছুদিন পরপরই বিভিন্ন সাড়া জাগানো কাহিনী আমাদের চোখে পড়ে। মজনু, আমির, জাকারিয়া, ফরিদ নামের চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৫৬ মিনিটের দিকে বগুড়া কারাগারের ছাদ ফুটো করে রশির মাধ্যমে প্রাচীর টপকে পালান। পুলিশ অভিযান চালিয়ে আজ ভোর চারটা ১০ মিনিটের দিকে বগুড়া শহরের মাছের আড়ত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনা দেশবাসীসহ নজর কেড়েছে বড় বড় পরিচালক, মিউজিক প্রডিউসারদের। রায়হান রাফি এবং তার সিনেমাতো বটেই, এ নিয়ে গান বানাতেও আগ্রহ প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। তারা গানটির নাম দিবেন ‘ছাদ ফুটানির গান’—এমনটাই জানিয়েছেন কোক স্টুডিওর কর্ণধার অর্ণব।

অর্ণব আরও বলেন, ‘ছাদ ফুটা করার সময় আসামীরা কণ্ঠের তালে তালে অদ্ভুত এক কোরাস গায়। এমন সুর, তাল, লয় আমি আগে কখনো শুনিনি। তাই ভাবলাম, কেন নয়?’ জানা যায়, গানটির প্রডাকশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ভিডিওর শুরুতে অর্ণব থাকলেও মাঝে কোরাস গাইতে দেখা যাবে ওই চার কয়েদীকে। এতে করে গানটির অরিজিনালিটি বজায় থাকবে বলে জানান বিশেষজ্ঞরা। প্লেব্যাকে থাকবেন সভ্যতা, রুবায়াত রহমানসহ আরও অনেকেই। সম্পূর্ণ ভিডিওতেই তারা কয়েদিদের সাথে মিল রেখে সাদার উপর কালো ডোরাকাটা কস্টিউম পরবেন। গানটির ২ মিনিট ৩২ সেকেন্ডে এন্ট্রি নিতে দেখা যাবে মহাবিশ্বের ক্রাশ জয়া আহসানকে। তিনি হাতাকাটা সিকোয়েন্সের ব্লাউজের সাথে কয়েদিদের পোশাকের মতো সাদা কালো ডিজাইনের শাড়ি পরবেন। গানটির শেষ দিকে দেখা যাবে কালো প্যান্ট, সাদা স্যুট পরে দীর্ঘ লম্ফ দিতে দিতে হাজির হয়েছেন প্রীতম হাসান। তার গলার মধুর সুরের মাধ্যমে ইতি হয় 'ছাদ ফুটানির গান'—এর।

১১৭ পঠিত ... ১৭:৩৭, জুন ২৬, ২০২৪

Top