ওয়েস্ট ইন্ডিজে ১৫ পিস বোরখা রফতানি করছে বিসিবি

১৭৬ পঠিত ... ১৭:১৭, জুন ২৫, ২০২৪

28 (14)

পৃথিবীতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে! মাঝে মাঝে এর কারণ উদ্ধার সম্ভব হয়, মাঝে মাঝে তা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। এক গোপন সূত্র থেকে জানা যায় এমনই এক অদ্ভুত ঘটনা। রাতের আঁধারে বিসিবির পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হচ্ছে ১৫টি বোরকা। এর পেছনের কারণ অনেক চেষ্টা করেও জানা যায়নি।

জানা যায়, ১৫ টি বোরকার সবগুলোই তৈরি হয়েছে সৌদিয়া বোরকা হাউজে। সৌদিয়া বোরকা হাউজের কর্ণধার রাজিব হাসান বলেন, আজকে সকালে ঘুম ভাঙে পাপন্দার ফোন পেয়ে। আমি তো অবাক! ১৫টা বিভিন্ন সাইজের বোরকার অর্ডার দিয়ে বললো, ইমার্জেন্সি। আজ রাতেই লাগবে। ওয়েস্ট ইন্ডিজে যাবে। আমি বললাম, 'ওয়েস্ট ইন্ডিজ কেন!' সে কোনো উত্তর না দিয়ে মুখের উপর ফোন কেটে দিলো। হতে পারে তার কোনো ফ্যামিলি অ্যাফেয়ার্স। কে জানে...

বোরকা সম্পর্কে বিস্তারিত ঘেটে দেখে যায় সবগুলো বোরকাই মূল্যবান চেরী জর্জেটে তৈরি। স্বাভাবিক নারীদের চেয়ে কাপড় একটু বেশি লাগায় দাম কিছুটা কমেও এসেছে বলে জানিয়েছেন সেলার। কুচকুচে কালো রঙের এই বোরকা দিয়ে সতর ঢাকার পাশাপাশি আছে নিকাবের ব্যবস্থা। এই বোরকাগুলো পড়লে চোখ ছাড়া আর কিচ্ছু দেখা যাইবো না বলে জানান রাজিব। তিনি আরও বলেন, ‘ছোটোবেলায় ভাবতাম বোরকা শুধু মহিলাদের পোশাক। এখন দেখি সরকারি চাকরিজীবীরা স্যাররাও বিদেশে যাওয়ার সময় তাড়াহুড়া করে অর্ডার দিয়ে নিয়ে যায়। তাই উনাদের জন্য এস্পেশাল করে বানায়া রাখি আগে থেকেই। লম্বা চওড়া মানুষ তো! বলা যায় না কতক্ষণ থাকা লাগে বোরকার নিচে। একটু আরামেই থাক...’

শুধু তাই নই, নিউমার্কেটের মিতালী চশমা বিতান থেকে নাজমুল হাসান পাপন নিয়ে গেছেন ১৫টি কালো চশমাও। বোরকা-চশমার কাহিনী উদ্ধারের চেষ্টা চলছে এখনও। ঘটনা সামনে আসা মাত্র পাঠকের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন।

১৭৬ পঠিত ... ১৭:১৭, জুন ২৫, ২০২৪

Top