গরুর পেছনে দৌড়ানোর জন্য উসাইন বোল্টের কাছে ট্রেনিং করতে চান পরিবারের ছোটো ছেলেরা

১৩৮ পঠিত ... ১৮:১৮, জুন ১৩, ২০২৪

2

কোরবানি ইদের বিশেষ ঐতিহ্য, গরুর পেছনে দৌড়ানো। পরিবারের ছেলেদের কাঁধেই এই দায়িত্বটা পড়ে। হাট থেকে গরু নিয়ে বের হওয়ার পর পরই শুরু হয় গরুর সাথে পাল্লা দিয়ে দৌড়ানো। কখনও নিজেদের গরু, কখনও আত্মীয়ের, কখনও পাড়া-প্রতিবেশীর, কখনও আবার অপরিচিত কারও গরু, কখন যে কার পেছনে দৌড়াতে হয় তার কোনো ঠিক নেই।

কিন্তু, গরুর দৌড়ের কাছে মানুষের দৌড় কিছুই না। তাই, গরুর সাথে টেক্কা দেওয়ার জন্য নিজেদের দৌড়ের স্পিড বাড়াতে চান পরিবারের ছোটো ছেলেরা। সেই স্পিড বাড়ানোর জন্যই তারা আশ্রয় নিচ্ছেন উসাইন বোল্টের। দুইদিনব্যাপী একটা ট্রেনিং-ই তাদের বিশেষ চাহিদা। তারা জানিয়েছেন, প্রয়োজনে উসাইন বোল্টের বাড়িতে গিয়ে ট্রেনিং নিয়ে আসবেন, তবু এই ট্রেনিং তাদের চাই-ই চাই।

এ ব্যাপারে উসাইন বোল্টের সাথে কথা বলতে নিলে তিনি দৌড়ে পালিয়ে গেলেন। তবে, তার একটা ফেইক ইমো অ্যাকাউন্ট থেকে আমাদের জানানো হয়েছে, আমি নিজেই গরুর পেছনে দৌড়ানোর জন্য ট্রেইনার খুঁজছি। আমি চিন্তা করেছি কাউকে না পেলে ফ্ল্যাশ ভাইয়ের আশ্রয় নেব। আমার জানামতে এই কাজে তিনিই একমাত্র পারদর্শী।

১৩৮ পঠিত ... ১৮:১৮, জুন ১৩, ২০২৪

Top