গতকাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জের ধরে মাঝরাতে ক্যাম্পাসে অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দেয়। এমনটাই জানিয়েছে বাংলাদেশি দৈনিক প্রথম আলো।
তবে ঘটনার প্রকৃত সত্য জানার জন্য আমরা যোগাযোগ করি রামপুরার বাতাবি লেবু ডেস্কের সাথে। তারা জানায় ভিন্ন এক নিউজ। বাতাবি লেবু ডেস্ক থেকে বলা হয়, অস্ত্র নিয়ে না, ছাত্রলীগ ক্যাম্পাসে মাঝরাতে বই-খাতা-কলম নিয়ে মহড়া দিয়েছে।
বাতাবি লেবু ডেস্কের এক প্রতিবেদক আমাদেরকে ধমক দিয়ে বলেন, ছাত্রলীগের ভালো ছেলেরা কখনোই অস্ত্র নিয়ে মহড়া করতে পারে না। ওরা সারাদিন থাকে পড়ালেখা নিয়ে। এমনও হতে পারে পরেরদিন তাদের পরীক্ষা, তাই মাঝরাতে সিলেবাস কমপ্লিট করার জন্য ওরা বই-খাতা-কলম নিয়ে মাঠে চলে এসেছে। গ্রুপ স্টাডি করার জন্য।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন ছাত্রলীগের একাধিক নেতাও। এমনই এক নেতা বলেন, অসির চেয়ে মসি বড়। আমরা ছাত্রলীগের ছেলেরা কখনোই ছোট জিনিসে হাত দেই না। সুতরাং বুঝতেই পারছেন অসি অর্থাৎ দেশি অস্ত্র নিয়ে মহড়া করার কোনো প্রশ্নই আসে না।