ভোটাধিকার টিকিয়ে রাখার জন্য সুইজারল্যান্ড প্রবাসী পেজকে সংবর্ধনা দিলো নেটিজেনরা

১৬৫ পঠিত ... ১৭:৫৯, ফেব্রুয়ারি ০৪, ২০২৪

421517574_1076347413617787_8658876507837177338_n (1)

কিছুদিন পরপরই অনলাইনে ভোটের আয়োজন করে সুইজারল্যান্ড প্রবাসী ফেসবুক পেজ। সম্প্রতি কামরুজ্জামান ও ওসমান গণির মাঝে বিবাদ নিয়েও ভোটের আয়োজন করেছেন তারা। এরপর কামরুজ্জামান কামরুজ্জামান এর বিদায় উপলক্ষেও একটি চমৎকার ভোটের আয়োজন করে পেজটি।

এভাবে ভোটের আয়োজন করে ভোটাধিকারকে টিকিয়ে রাখার জন্য সুইজারল্যান্ড প্রবাসী পেজকে সংবর্ধনা দিচ্ছেন নেটিজেনরা। এমনই এক নেটিজেন বলেন, ‘অনেকদিন ভোট দিতে পারি নাই। সুইজারল্যান্ড প্রবাসী পেজে ভোট দিতে পেরে খুব ভালো লাগলো। এমন ভোট আরও আয়োজন করা উচিৎ।’

তবে একাধিক ভোট দিতে না পারায় অনেকে পেজটির সমালোচনাও করেছেন। এমনই একজন বলেন, ‘একটা ভোট দিছেন, সমানে সিল মারার অপশন রাখলেন না—এটা তো কিছু হইলো না। জাল ভোট দিতে হলে ফেক আইডি থেকে লগিন করে এরপর ভোট দিতে হয়। জিনিসটা ভালো লাগলো না। রাতের বেলায় ভোট দিতে পারার সুযোগও রাখা উচিৎ ছিলো।’

নিজেদের এই ভোটকে সফল বলে দাবি করছেন সুইজারল্যান্ড প্রবাসী পেজের অ্যাডমিন। নিজের এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘অনেক সুযোগ-সুবিধা হয়তো ছিলো না। কিন্তু আমরা সফল। কারণ আমাদের এই নির্বাচনে অনেক বিএনপি সমর্থকও ভোটাধিকার প্রয়োগ করেছেন।’

১৬৫ পঠিত ... ১৭:৫৯, ফেব্রুয়ারি ০৪, ২০২৪

Top