বাংলাদেশের সাথে সিরিজ হারুন, বিশ্বকাপের সেমিফাইনালে যান

৩২৪ পঠিত ... ১৫:৫৪, নভেম্বর ১০, ২০২১

BD-SERIES-SEMI-

বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ধাপের খেলা শেষ,সেমি ফাইনালে উঠে গেসে ৪ দল। ইংল্যান্ড,  অস্ট্রেলিয়া,  পাকিস্তান, নিউজিল্যান্ড এই চারদলের মাঝেই লড়াই হবে টি টোয়েন্টি চ্যাম্পিয়নের মুকুট নিয়ে।

আশ্চর্যজনক ভাবে ৪ দলের ২ দলই কিছুদিন আগে বাংলাদেশে এসে শোচনীয়ভাবে সিরিজ হেরেছে। তবে কি বাংলাদেশের সাথে সিরিজ হারই সেমিফাইনালে উঠার মূল মন্ত্র?

এই প্রশ্নের জবাব খুঁজতে আমাদের দুবাই প্রতিনিধি চেষ্টা করেন ভেতরের কাহিনী জানার।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সাথে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার বলেন, 'বাংলাদেশের সাথে সিরিজ হারার পরই মূলত আমাদের কপাল খুলে গেছে৷ সিরিজ হারলেও আমরা কষ্ট পাইনি৷ কারণ আমরা জানতাম, ভালো কিছু পাবো। মিরপুরের মত একটা পবিত্র মাঠে, বাংলাদেশের মত একটা শিক্ষিত টিমের কাছে হেরেও অনেক কিছু শেখা যায়৷ সেই শিক্ষাই আমাদের এখানে পৌঁছে দিয়েছে৷ বিসিবিকে ধন্যবাদ।'  

নিউজিল্যান্ডের এক ক্রিকেটার বলেন, 'এটা আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশের কাছে সিরিজ হারতে পেরেছি৷ অস্ট্রেলিয়ানরা হারার পরই আমাদেরও তর সইছিলো না। বাংলাদেশি খেলোয়াড়দের কাছ থেকে অনেক কিছু শিখেছি ওই ম্যাচগুলোয়৷ বিশ্বকাপ জিতলে মিরপুরে গিয়ে সেলিব্রেট করতে চাই।'

বিসিবি প্রধান পাপন সাহেবের ফেক হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে তিনি বলেন, 'বাংলাদেশের সাথে সিরিজ খেলা কতটা ভাইটাল তা ভারত এখন বুঝে গেসে সেমিতে না উঠতে পেরে, এখন আমার হাতে পায়ে ধরলেও তো আমি সিরিজ অ্যারেঞ্জ করবো না।'

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার এমন স্বীকৃতিকে অর্জন হিসেবেই দেখছেন বাংলাদেশিব ক্রিকেটাররা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক অলরাউন্ডার বলেন, 'আল্টিমেটলি আমরাই চ্যাম্পিয়ন৷ সেমিফাইনাল খেলা দুদলই আমাদের কাছে সিরিজ হারছে। পাকিস্তানকেও একবার হারাইছিলাম। ইংল্যান্ডকে টেস্ট হারাইলাম, বিশ্বকাপে হারাইলাম। চারটা লুজার যে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলে, সে সেমিফাইনাল আমাদের না খেললেও চলবে।'

৩২৪ পঠিত ... ১৫:৫৪, নভেম্বর ১০, ২০২১

Top