বাংলাদেশ ক্রিকেট টিম'কে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত টিম হিসেবে ঘোষণা দিয়েছে আইসিসি

৬০৭ পঠিত ... ১৫:৫১, অক্টোবর ৩০, ২০২১

bd-shikkhito-team

প্রতিবার হারের পর প্রেস কনফারেন্সের কমন লাইন 'আমরা আমাদের ভুলগুলো থেকে শিখছি' বলে বছরের পর বছর পার করছেন বাংলাদেশ ক্রিকেট টিম। কি শিখছে,কতটুকু শিখছে এমন কিছুর কোনো হদিস না পাওয়া গেলেও তারা শিখছে। 'বিশ্বজোড়া পাঠশালা মোর,সবার আমি ছাত্র।' কবির এই কথাটি সিরিয়াসলি নিয়ে নিয়েছে তারা এইটা বোঝাই যায়।

কার কাছ থেকে শিখে নাই তারা? ক্রিকেটের মোড়ল থেকে শুরু করে সহযোগী দেশ স্কটল্যান্ড ওমানের কাছ থেকেও শিখেছে। এতদিনের এত শিক্ষা আজ আইসিসির কাছ থেকে অফিশিয়াল স্বীকৃতি পেল। জানা যায়, আইসিসির আনঅফিশিয়াল ফেসবুক পেইজ (২৩৭ টা লাইক আছে পেইজে) থেকে বাংলাদেশ টিমকে বিশ্বের সবচেয়ে বেশি শিক্ষিতি টিম হিসেবে স্বীকৃতি দেয় তারা। আইসিসি থেকে বলা হয়, প্রায় দুই যুগ শিক্ষা নেয়ার ইতিহাস পৃথিবীতে বিরল। এমন ধৈর্যশীল আর মনযোগী ছাত্র আমরা খুব একটা দেখিনি। সেজন্য তাদেরক এমন স্বীকৃতি দিতে আমরা বাধ্য হয়েছি। বাংলাদেশ দল কঠোর পরিশ্রম আর নিষ্ঠার মাধ্যমে এই স্বীকৃতি অর্জন করে নিয়েছে। আশা করি তারা আরো বেশি বেশি শিখবে।' 

বাংলাদেশের এই শেখার প্রতি সম্মান রেখে বেশ কিছু নতুন শিক্ষক নিয়োগ দেয়ার কথাও জানান আইসিসি, এক বিবৃতিতে তারা বলেন, 'ইতোমধ্যে আফগানিস্তানকে বাংলাদেশের শিক্ষক রূপে গড়ে তুলতে আমরা সক্ষম হয়েছি। ভবিষ্যিতে ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড সহ আরো বেশ কিছু তরুণ শিক্ষক নিয়োগ দিবো আমরা। বাংলাদেসশের মত একটা উৎসাহী ছাত্রকে এভাবে শেখার সুযোগ করে দিতে পেরে আমরা আসলেই গর্বিত'

৬০৭ পঠিত ... ১৫:৫১, অক্টোবর ৩০, ২০২১

Top