মুশফিকের স্কুপের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা প্রস্তাব

৪২৪ পঠিত ... ১৫:৪২, অক্টোবর ৩০, ২০২১

Mushfiq-scoope

সোজা আঙুলে যখন ঘি ওঠে না তখন মানুষ চামচ ব্যবহার করার ধারণা পেয়েছে অনেক আগে থেকেই। ক্রিকেট বিশ্বেও একই ভাবে স্কুপের উৎপত্তি, বিপক্ষ দল যখন সব ধরনের শক্তি দিয়ে চেপে ধরছে তখনই আউট অফ দ্য বক্স খেলে তাদের পরাস্ত করার জন্যেই স্কুপ খেলা হয়। দিলশানের দিলস্কুপ, ম্যাককালাম এর ওভার দ্য হেড শট, ডি ভিলিয়ার্সের আনপ্রেডিক্টেবল স্কুপ সহ অনেকের সিগনেচার শট বিশ্বে সমাদৃত।

মানুষ থাকলে বান্দরও থাকবে-ডারুইনের এই তত্বই বলে বিবর্তন থাকলে অপভ্রংশ থাকবে। মুশফিকের স্কুপ যেন সেই অপভ্রংশ হয়েই ধরা দিলো। দলের বিপদ কিংবা সুখ-যেকোন সময়েই স্কুল খেলছেন মুশফিকুর রহিম। আউট হয়ে দলকে বিপদেও ফেলছেন। এমন বিপদ থেকে বাংলাদেশকে উহহার করার লক্ষে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ মুশফিকের স্কুপের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

গতকাল রাত ২ টায় এক বন্ধরুম মিটিং এ গোপনে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরিচয় গোপন করে জাতিসঙ্ঘের এক সদস্য বলেন 'রীতিমত পেইন ফুল টু সি মুশফিক প্লে দ্যাট স্কুপ, এন্ড আউট হয়ে যাওয়া। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। মুশফিকের এই স্কুপ শুধু বাংলাদেশ ক্রিকেট দলের জন্য না, পুরো বিশ্বর নিরাপত্তার জন্যই হুমকি স্বরূপ। দেখা গেল ওর স্কুপ দেখে রাগে কোন সমর্থক টিভি ভেঙ্গে ফেললো। সেই টিভি ভাঙ্গা থেকে হলো ব্যক্তিগত ঝগড়া। এরপর পাড়া-মহল্লা-গ্রাম-দেশ থেকে শুরু করে সহিংসতা ছড়িয়ে পড়লে পারে মহাবিশ্বজুড়েও। সেইসব দিক বিবেচনা করে এমন কঠোর সিদ্ধান্ত নেয়া ছাড়া আমাদের সামনে আর কোন পথ খোলা ছিলো না। 

এ ব্যাপারে মুশফিকের ইমো একাউন্টে যোগাযোগের চেষ্টা করলে জাতিসঙ্ঘের সমালোচনা করে বলেন  'তারা কি আয়নায় নিজেদের মুখ দেখেছে? খেলি তো আমরা, ওরা না! আমার স্কুপ নিষিদ্ধ করার আগে পারলে মাঠে আইসা স্কুপ খেলে দেখাক।' 

৪২৪ পঠিত ... ১৫:৪২, অক্টোবর ৩০, ২০২১

Top