লুঙ্গি পরা শেখার কোর্স নিয়ে আসলো ফাইভ মিনিটস স্কুল

৭২৮ পঠিত ... ১২:৫৬, অক্টোবর ২৭, ২০২১

Lungi-porar-course

লুঙ্গি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি পোশাক। ছেলে বুড়ো জোয়ান মর্দ সবাই এই পোশাক পরে থাকেন। বর্তমানে হাফপ্যান্ট ও ট্রাউজারের ব্যবহার বেড়ে যাওয়ায় এই ঐতিহ্য বিপদের মুখে। সেই সাথে যারা পরেন তাদের মাঝেও আছে লুঙ্গি নিয়ে নানান অভিযোগ।

লুঙ্গি মাথায় উঠে যায়, হাটতে গেলে উষ্টা খায়, লুঙ্গি পরে শুতে গেলে সকালে লুঙ্গি পাওয়া যায় না এহেন নানাবিধ জটিলতায় মানুষ লুঙ্গির উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলছে। এছাড়া কোথাও উঁচু কোথাও নিচু লুঙ্গি পরা নিয়েও ঝক্কি পোহাতে হয় মানুষের।  

এইসব অভিযোগ এবং ইউজারদের স্যাটিসফেকশনের কথা চিন্তা করেই লুঙ্গি পরায় সঠিক দিকনির্দেশনা ও মোটিভেশন দিতে এগিয়ে এসেছে ফাইভ মিনিটস স্কুল।

তারা ৪ সপ্তাহের কোর্সকে ঢেলে সাজিয়েছেন নানান কর্মসূচিতে। যেমন অ্যামেচারদের লুঙ্গি পরানোর আসর 'লুঙ্গিতে নেই ভয়, লুঙ্গিতে খুব আরাম হয়'। যারা অলরেডি পরতে পারেন তাদের বিভিন্ন স্টাইলে কুচি দিয়ে লুঙ্গি পরা শেখানো, গিট্টু দিয়ে লুঙ্গি পরা ইত্যাদি বৈচিত্রপূর্ণ লেসন।

এছাড়া সবচেয়ে জনপ্রিয় কমান্ডো স্টাইলে লুঙ্গি পরা শিক্ষা। এই স্টাইলে লুঙ্গি পরার পর দুইজনে লুঙ্গি  ধরে ঝুললেও খোলা সম্ভব না।

এ ব্যাপারে ফাইভ মিনিটস স্কুলের নামপ্রকাশে অনিচ্ছুক একজন তার লুঙ্গি ঠিক করে বলেন 'আমি আগে পরতে পারতাম না, এখন আপনে ঝুলে থাকলেও খুলবো না। বিশ্বাস না হয় ঝুলেই দেখুন।' এই বলে তিনি লুঙ্গি হাতে এগিয়ে এলে আমাদের প্রতিনিধি পালিয়ে যান।

উড়ো খবর হিসাবে জানা যায় পরিমনি গেস্ট টিচার হিসাবে খুব শীঘ্রই পাঠদান শুরু করবেন।

কোর্সটিতে ভর্তিচ্ছুদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রেখেছে প্রতিষ্ঠানটির৷ প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, 'লুঙ্গি নিজের হলে ৯০% ছাড়ে কোর্সটা পাবেন মাত্র ২৯০ টাকায়। আর লুঙ্গি যদি আমরা দেই খরচটা একটু বাড়বে৷ কোন ধরনের ছাড় পাবেন না, কোর্স ফি পড়বে ৪৯০ টাকা।'

 

৭২৮ পঠিত ... ১২:৫৬, অক্টোবর ২৭, ২০২১

Top