বাজারে আসলো মুশফিক ব্র্যান্ডের আয়না, চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা!

১০৫৮ পঠিত ... ১৯:০০, অক্টোবর ২৫, ২০২১

mushfique-ayna

টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল গতকাল, আগে ব্যাটিং করে সম্মানজনক স্কোর করেও শেষ রক্ষা হয়নি লঙ্কান ব্যাটসম্যানদের কারণে। আরও একটি পিলার অফ সাকসেস বাংলাদেশের দখলে।

সেই ম্যাচে বাজে ক্যাপ্টেন্সি এবং লিটনদাসের দু’দুটি ক্যাচ মিসকেই দুষছেন সমর্থকেরা। সেই সমালোচনার বান ধেয়ে আসছে টের পেয়েই দলের সিনিওর খেলোয়াড় মুশফিকুর রহিম সমালোচকদের এক হাত দেখে নিয়েছেন।   

তিনি বলেন। সমালোচনা করার আগে আয়নায় নিজের মুখ দেখতে, এই উক্তি ইন্টারনেটের দুনিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথে মুশফিক ব্র্যান্ডের আয়নার চাহিদা আকাশসম হয়ে গেসে।

ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনের এক আয়না বিক্রেতা জানান ‘আগে আয়না আয়না করলেও কেউ কাছে আসতো না, এখন না ডাকতেই কাছে এসে মুশফিক ব্র্যান্ডের আয়না চাইতাছে সবাই।’

এদিকে মজুদকৃত আয়না সংকট দেখা দেবে দ্রুতই, এই কথা জানিয়ে আরেক পাইকারী বিক্রেতা জানান্‌ ‘যে কুনুদিন সমালোচনা করেও নাই সেও এক পিস মুশফিক আয়না কিনে সমালোচক হওয়ার কারণে বাজারে এমন টান পড়ছে।’

এ ব্যাপারে আমাদের দুবাই প্রতিনিধি কাউয়ার চর থেকে মুশফিকের ইমো নাম্বারে নক দিলে তিনি বলেন দেশে এসে অটোগ্রাফসহ আয়না বিক্রির চিন্তা করছেন।

মাহমুদুল্লাহ রিয়াদ পাশেই ব্যথায় কাতরে উঠলে মুশফিক পেইন কিলার খাওয়াতে উঠে যান বলে আর কোনো কথা জানা যায়নি।

১০৫৮ পঠিত ... ১৯:০০, অক্টোবর ২৫, ২০২১

Top