ডিম-মুরগির অমিমাংসিত প্রশ্নকে ছাড়িয়ে গেল 'ডাক্তার বড় না পুলিশ বড়' প্রশ্ন

১১৭০ পঠিত ... ২১:৪৯, এপ্রিল ১৮, ২০২১

doc-boro-na-police-boro

এতদিন পৃথিবীর সবচেয়ে বড় ও পুরোনো অমিমাংসিত প্রশ্ন ছিলো 'ডিম আগে না মুরগি আগে'। মাঝে কিছুদিনের জন্য 'কাটাপ্পা বাহুবলীকে কেন মারলো' এগিয়ে ছিলো। কিন্তু বাহুবলী-টু সিনেমা মুক্তির পর আবারও এই শ্রেষ্ঠত্বের দখল চলে গিয়েছিল ডিম-মুরগির দখলে।

আজ বাংলাদেশের এক পুলিশ ও এক ডাক্তারের নিজেদের বড় প্রমাণ করার এক কঠিন মৌখিক যুদ্ধের পর ডিম-মুরগি আবারও হুমকির মুখে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে 'ডিম আগে না মুরগি' আগে প্রশ্নকে ছাড়িয়ে 'ডাক্তার বড় না পুলিশ বড়' প্রশ্নটি বিশ্ববাসীর মুখে মুখে ঘুরে বেড়াবে।

নতুন এই অমিমাংসিত প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম আমরা। এক ডাক্তারের সাথে বিষয়টি নিয়ে কথা বললে তিনি ডাক্তারকেই বড় বলে স্বীকৃতি দেন। রাজধানীর এলিফেন্ট রোডে অনুষ্ঠিত আজকের বিতর্ক অনুষ্ঠানের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, 'আমরা হারামজাদা বলতে পেরেছি। সো বড় তো আমরাই। এতে কোন সন্দেহ থাকার কথা না। আর আমাদের ভয়েজ দেখছেন! ফ্রিকুয়েন্সি, বেল-ডেসিবেল যাই হিসেব করেন দেখবেন আমরাই এগিয়ে আছি। পুলিশদের ওখানে বেলই নাই। "মেডিকেলে চান্স না পাইয়া পুলিশ হইছে" এই অকাঠ্য যুক্তির কথা নাইবা বললাম।'

এক পুলিশ সদস্য অবশ্য নিজেদেরকে কোনভাবেই ছোট মেনে নিতে নারাজ। নিজেদের শ্রেষ্ঠত্বের পক্ষে যুক্তি দেন তিনিও। তিনি বলেন, 'আমরাও ছেড়ে কথা বলিনি। গলার স্বর আমাদেরও উঁচু ছিলো। উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন। মেজিস্ট্রেট আর পুলিশ মিলিয়ে আমাদের দুজন মুক্তিযোদ্ধার সন্তান। ওনারা কীভাবে বড় হয়, হু! পুলিশের উপর এই দেশে বড় আর কেউ আছে নাকি মিয়া। কালকেই দেখলেন না ৫টা ফালায়া দিলাম বাঁশখালিতে! '

'ডিম-মুরগির প্রশ্ন' এতদিন পর নিজের অবস্থান হারানোতে এমনিতেও ডিম ও মুরগি হতাশ ছিলেন। তবে এমন তর্কের মাঝে এক ডিম উঠে এসে বলেন, 'ওরা কেউই বড় না, বড় আমি। ডিম না খেলে কেউই মেডিকেল ও পুলিশের চান্স পাইতো না। আমার শ্রেষ্ঠত্ব চাইলেই কেড়ে নেয়া যাবে না।'

তবে আজকের বিতর্কে অংশগ্রহণকারী ডাক্তার-পুলিশ দুজনকেই বাঙ্গি খাওয়ার পরামর্শ দিয়েছেন জনৈক আন্টি। তিনি বলেন, 'বাঙ্গি খেলে মাথা ঠান্ডা থাকে।'

১১৭০ পঠিত ... ২১:৪৯, এপ্রিল ১৮, ২০২১

Top