সাঁতার না জানায় অফিসে যেতে পারলেন না শতাধিক চাকরিজীবী

৫০৩ পঠিত ... ১৪:০৭, আগস্ট ০৮, ২০১৯

টানা ভারী বর্ষণে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য শহরে সৃষ্ট জলাবদ্ধতা থামিয়ে দিলো বহু চাকরিজীবীর অফিসগমণ। গত ২৪ ঘন্টার বৃষ্টির প্রভাবে শহরের রাস্তাগুলো যানবাহন (নৌকা, লঞ্চ, স্টিমার বাদে) চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অনেকেই সাঁতরে পার হয়েছেন রাজপথের প্রলয়ঙ্করী জলস্রোত। কিন্তু সাঁতার জানা না থাকায় অনেক অফিসগামী মানুষই আজ কর্মস্থলে যেতে পারেননি।

শেওড়াপাড়া নিবাসী এক চাকরিজীবী জানান, ‘তুমুল বৃষ্টির মধ্যে রেইনকোট পরে বের হয়েছিলাম। কিন্তু রাস্তা পর্যন্ত গিয়ে দেখি, রেইনকোটে হবে না, লাইফ জ্যাকেট লাগবে। রাস্তায় অনেকেই সাঁতরাচ্ছিল, আমার এক কলিগকেও দেখলাম। কিন্তু সাঁতার জানি না বলে কোনোভাবেই জীবনের ঝুঁকি নিতে চাইনি।’ প্রতিটি অফিসে কর্মীদেরকে সাঁতারের কোর্স করানো উচিত, এমনটাও মনে করেন তিনি।

এদিকে কর্পোরেট চাকরিতে আবেদন করার জন্য সাঁতার জানাকে বাধ্যতামূলক করার কথা ভাবা হচ্ছে। দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বেসরকারি কর্পোরেট ও মাল্টিন্যাশনাল কোম্পানির দারোয়ান এবং পিয়নদের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। একটি শীর্ষ কোম্পানি দারোয়ান জানান, ‘গেরামে সাঁতারে চ্যাম্পিয়ন আছিলাম। নদী-খাল-বিল কত সাঁতরাইয়া পার হইছি। এই যে দেখেন, আইজ বিশ বছর ধইরা চাকরি করতাছি, কিন্তু একদিনও অফিস মিস যায় নাই। চালাক না হইলেও টিইকা থাকা যায়, কিন্তু সাঁতারটা ভালো না জানলে টেকা খুব কঠিন।’

তবে মিরপুরবাসী কয়েকজন চাকরিজীবী জানিয়েছেন, ইতোমধ্যেই বিভিন্ন কর্পোরেট অফিস নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছ সুইমিং স্কিলের উপর। ডাইভার্সিটি, টিম ওয়ার্কার, এফিশিয়েন্ট হওয়ার পাশাপাশি কোম্পানিগুলো চায়, ইমপ্লোয়িদের হতে হবে সাঁতারে পারদর্শী।

এ বিষয়ে কথা বলতে eআরকি ক্যারিয়ার বিশেষজ্ঞরা যান একটি স্বনামধন্য মাল্টিন্যাশনাল মোবাইল কোম্পানি শহুরেফোনের কর্পোরেট হেড অফিসে। সেখানে এইচআর বিভাগের এক অজ্ঞাত কর্মকর্তা আমাদের বলেন, ‘কর্পোরেট রেসে শুধু স্মার্ট আর এনার্জেটিক হলেই এগিয়ে থাকা যাবে না। প্রয়োজনে সাঁতার কাটতেও জানতে হবে। এতদিন শুধু স্যুটেড আপ হলেই চলতো, কিন্তু নতুন যুগের ইমপ্লোয়িদের প্রয়োজনে সুইমস্যুট গায়ে নেমে যাওয়ার মাইন্ডসেটও থাকতে হবে।’

তিনি আমাদের আরও বলেন, ‘ফ্রেশ গ্র্যাজুয়েটদের অনেকেই আমাদের এখানে অ্যাপ্লাই করছেন। তাদের অনেকেই ইউথ লিডারশিপ, ক্লাব একটিভিটিজ, থার্ড ল্যাংগুয়েজ ইত্যাদি এক্সপেরিয়েন্স ও স্কিলের উপর ফোকাস করে আমাদের এখানে রেজুমে পাঠাচ্ছেন। কিন্তু আমাদের কাছে পাঠানো রেজুমেগুলোতে সুইমিং স্কিল নিয়ে তথ্য না থাকায় সাথে সাথেই সেগুলোকে পাঠানো হচ্ছে রিজেক্টের ঝুড়িতে।’

ভার্সিটির ক্যারিয়ার সচেতন অনেক শিক্ষার্থীরাই বিভিন্ন ক্লাব, কম্পিটিশন বা লিডারশিপ কোর্সে সময় কম দিয়ে বিভিন্ন সুইমিং পুলে ভিড় জমাচ্ছেন বলেও জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্যারিয়ার বিশেষজ্ঞ (সাঁতার না জানায় উনার নিজের ক্যারিয়ার ডুবন্ত অবস্থায় থাকায় লজ্জায় নাম প্রকাশ করতে চাননি)।

৫০৩ পঠিত ... ১৪:০৭, আগস্ট ০৮, ২০১৯

Top