840 সিনেমার মূল চরিত্রে শেখ হাসিনাকে কাস্ট না করায় ফারুকীর প্রতি নিন্দা জানালেন সজিব ওয়াজেদ জয়

২১৯ পঠিত ... ১৭:২৬, ডিসেম্বর ১৪, ২০২৪

30 (1)

সম্প্রতি মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকীর 840 সিনেমাটি নিয়ে সারাদেশে চলছে উন্মাদনা। কিন্তু এই সিনেমায় শেখ হাসিনাকে মূল চরিত্রে কাস্ট না করায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়। সিনেমার প্লটটি যে শেখ হাসিনার জীবন থেকে কপি-পেস্ট করা সেটা নিয়েও ফারুকীর ওপর ভীষণ চটেছেন তিনি। তার ভাষায়, কতটা মেধাহীন হলে সামনে থাকা একজনের জীবন নকল করে পুরো সিনেমা বানানো যায়, সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না।

নিজের আনভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ফেসবুক লাইভে জয় এ বিষয়ে কথা বলতে গিয়ে চোখ লাল করে রাগে গজগজ করেন। তিনি ফারুকীকে উদ্দেশ্য করে বলেন, ডাবলু চরিত্রের জন্য আমার মায়ের চাইতে ভালো অপশন আর কে ছিল? দেশের জন্য আমার মা যা করেছেন, তার জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন অথচ মূল চরিত্রে তাকেই রাখলেন না! এটা মেনে নেওয়া যায় না।

জয়ের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, তিনি সম্প্রতি নিয়মিত সিনেমা দেখছেন, হাইকিং করছেন, এবং মায়ের খোঁজখবর রাখছেন। তবে 840 দেখার পর থেকে তার মাথা গরম হয়ে আছে। ডাবলু চরিত্রটি পর্দায় এলে তিনি কখনও  রেগে গেছেন, আবার কখনও ‘আম্মু’ বলে হু হু করে কেঁদেছেন। রাগ আর কান্নার এই মিশ্র অনুভূতি সামলাতে না পেরে তিনি লাইভে আসেন এবং ফারুকীকে দেখে নেওয়ার হুমকি দেন।

জয়ের ভাষ্যমতে, শেখ হাসিনা এভাবে হারিয়ে যায় না, এভাবে ফুরাবেন না তিনি। মায়ের সাথে একান্ত আলাপচারিতায় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তোমার জীবন নিয়ে শুধু একটা সিনেমা কেন? আমি ডজনখানেক সিনেমা বানাবো। প্রতিটি সিনেমার গল্প হবে তোমার ইচ্ছেমতো। তুমি ভোট চুরি করতে চাইলে পুরো সিনেমায় ভোট চুরির সিন হবে। গুম করতে চাইলে শুধু গুমই হবে। আর যদি গালাগালি করতে চাও, সিনেমা ভেসে যাবে গালির বন্যায়। তোমার মন খারাপ করার কিছু নেই আম্মু। স্বজন হারানোর বেদনা আমিও বুঝি।

অনেক নেটিজেন জয়কে চর্মচক্ষু বাদ দিয়ে 840 সিনেমাটি অন্তরের চোখ দিয়ে দেখতে বলেছেন। তাদের মতে, শেখ হাসিনা দৃশ্যমান না হলেও সিনেমার প্রতিটি দৃশ্যের অন্তরালে তার অস্তিত্ব স্পষ্ট। জয় যদি অন্তরের চোখ খুলে দেখতেন, তাহলে এমন অভিযোগ করার প্রশ্নই উঠত না।

ফারুকী অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দেশের চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, জয় সাহেবের জন্য হয়তো একটা নতুন সিনেমা বানানোর সময় চলে এসেছে—আম্মা: দ্য লেজেন্ড।

২১৯ পঠিত ... ১৭:২৬, ডিসেম্বর ১৪, ২০২৪

Top