মাথা পরিষ্কার করার জন্য রিপাবলিক বাংলার ময়ূখকে নিয়মিত হারপিক খেতে বললেন নিঝুম মজুমদার, সাইয়্যেদ আবদুল্লাহর সমর্থকরা

২২৯ পঠিত ... ১৮:০৩, নভেম্বর ১৪, ২০২৪

23

দেশে এসেছে নতুন মহৌষধ। যা খেলেই পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের মাথা। বোবা কথা বলতে পারছে, পাগল ভালো হয়ে যাচ্ছে, ল্যাংড়া হাঁটা শুরু করছে। হারপিকের এমন সাফল্যের গল্প দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে টকশোর টেবিলেও। গতকাল রাতে এক টকশোতে সাইয়্যেদ আবদুল্লাহ নামের এক টকশোজীবী নিঝুম মজুমদার নামে আরেক টকশোজীবীকে হারপিক দেখিয়েছেন। তাও লাইভে। এ নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা।

এরই মধ্যে রিপাবলিক বাংলার ময়ূখকে হারপিক খাওয়ার পরামর্শ দিয়েছেন নিঝুম মজুমদার ও সাইয়্যেদ আবদুল্লাহর সমর্থকরা। তারা বলছেন, রিপাবলিক বাংলার ময়ূখের যে মানসিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, একমাত্র নিয়মিত হারপিক খেলেই তা ঠিক হবে।

বিষয়টি নিয়ে নিঝুম মজুমদার বলেন, আমি নিজেই তো প্রমাণ। আগে আউলা আছিলাম। নিয়মিত হারপিক খেয়ে এখন আমি ফুলফিট। ময়ূখ ভাইও খাইতে পারেন। ভালো আছেন। তাছাড়া আমি তো ভারতেই আছি, আমার কাছ থেকে নিতে পারেন। আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটির ফুডগ্রেডের হারপিক আছে।

সাইয়্যেদ আবদুল্লাহ নিজেও হারপিকের গুণাগুণ নিয়ে কথা বলেছেন। একটি ফেক আইডি থেকে তিনি বলেন, আমি আগে খেতাম না। বিশ্বাস করতাম না আসলে। পরে গতরাতে খেয়ে দেখলাম ভালোই লাগে। শারীরিক কিছু জটিলতা ছিল। হারপিক খাওয়ার পর এখন সুস্থ। ময়ূখেরও উচিত হারপিক খাওয়া। নইলে ও আজ বলছে, চট্টগ্রাম ভারতের দখলে নিয়ে নিতে, কাল বলবে আমেরিকা ভারত দখল করে নেবে। এভাবে চলতে থাকলে তো সারাবিশ্বে আমরা সাউথ এশিয়ান হিসেবে আমরা মুখ দেখাইতে পারব না।

২২৯ পঠিত ... ১৮:০৩, নভেম্বর ১৪, ২০২৪

Top