বাসের পাশাপাশি উবারেও হাফ পাসের দাবি জানালেন গুলশানের শিক্ষার্থী ফারাজি

৮১ পঠিত ... ১৭:৫০, সেপ্টেম্বর ২৪, ২০২৪

34

দীর্ঘদিন যাবত বাংলাদেশের পাবলিক বাসগুলো স্টুডেন্টদের দিয়ে আসছে হাফ পাস সুবিধা। শুধুমাত্র শুক্র, শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় নিজেদের দাপটে বাস মালিক সমিতি সাইড করে রেখেছিল এই দুইদিনের হাফ পাস। তবে, এবার নতুন সরকার ঘোষণা করেছে প্রতিটি পাবলিক বাসে সপ্তাহে ৭ দিন স্টুডেন্টদের জন্য হাফ পাস বরাদ্দ। এতে হাসি ফুটেছে বাংলার ঘরে ঘরে। তবে, শুধু বাসে এমন সুবিধা থাকায় মন খারাপ করেছেন গুলশান বনানীর অনেকেই। এক গোপন মিথ্যা সূত্রে জানা গিয়েছে, নিজেদের মন খারাপ প্রকাশ করতে তারা জড়ো হচ্ছেন শাহবুদ্দিন পার্কে। (লং মার্চ টু শাহবাগ হলে তাদের অনেক হাঁটতে হবে, তাই এমন ব্যবস্থা)

এ ব্যাপারে গুলশানের ফারাজি নামের এক শিক্ষার্থীর সাথে কথা বললে তিনি আমাদের জানালেন, আমাদের মন খারাপ কেন হবে না? We are very disappointed. যারা বাসে যাতায়াত করে শুধু তারাই কি স্টুডেন্ট? আমাদের তো বাসে যাতায়াতের অভ্যাস নেই, আমরা যাতায়াত করি উবার কার অথবা বাইকে। সেক্ষেত্রে আমাদের হাফ পাসটা কোথায়? আমাদের তো কোনো হাফ পাস দেওয়া হচ্ছে না! কেন হচ্ছে না? আমাদের হাফ পাস লাগবেই। নতুন সরকারও যদি আমাদের সাথে এমন skibidi করে তাহলে আমরাও কিন্তু কাউকে ছেড়ে কথা বলব না। আমাদের একটাই দাবি, উবারেও হাফ পাস চাই।

ফারাজির এমন বক্তব্যের পর উপস্থিত অনেকেই তার সাথে সহমত জানালেন। ভিড়ের পেছন থেকে একজন বের হয়ে এসে বললেন, বাসে হাফ পাস, সপ্তাহে সাতদিন হাফ পাস, ১২ ঘণ্টা হাফ পাস, এখন উবারে হাফ পাস, কালকে মেট্রোরেলে হাফ পাস, পরশু পদ্মা সেতুতে টোল মাফ এমন স্বাধীনতাই কি চেয়েছিলাম?

৮১ পঠিত ... ১৭:৫০, সেপ্টেম্বর ২৪, ২০২৪

Top