শিক্ষক, বুদ্ধিজীবী ও শিল্পীদের জন্য কৃত্রিম মেরুদণ্ড সাপ্লাই করতে চান ইলন মাস্ক

২২১ পঠিত ... ১৮:২৯, জুলাই ১৭, ২০২৪

19

কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষ না নিয়ে সরকারের পক্ষে রয়েছেন দেশের বেশিরভাগ শিক্ষক, বুদ্ধিজীবী ও শিল্পীরা। এমনকি কেউ কেউ সরকারের হয়ে সাফাইও গাইছেন। এমন পরিস্থিতিতে ইলন মাস্কের বাংলাদেশি রিসার্চ টিমের এক ভুয়া গবেষণায় উঠে এসেছে যে, এ দেশের বেশিরভাগ শিক্ষক, বুদ্ধিজীবী কিংবা শিল্পীরা আসলে সরীসৃপ প্রজাতির। দেখতে মানুষের মতো হলেও তাদের আসলে মেরুদণ্ড নেই। যার ফলশ্রুতিতে এক প্রকার বাধ্য হয়ে তাদের সরকারের পক্ষে থাকতে হচ্ছে।

বিষয়টি নিয়ে মাস্ক ভাইয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের বলেন, দেখেন আমি ব্যবসায়ী মানুষ, যেখানে লাভ আছে সেখানেই আমি আছি। কৃত্রিম মেরুদণ্ডের বাজার হিসেবে বাংলাদেশ বেশ সম্ভাবনাময়। আপনাদের ওখানকার বেশিরভাগ মানুষই যৌক্তিক কোনোকিছুর পক্ষে থাকেন না। বিশেষ করে আপনাদের বুদ্ধিজীবী সমাজকে আমার বেশ পছন্দ হয়েছে। আগামী মাসেই আমি মেরুদণ্ডের প্রথম লট পাঠাচ্ছি। আশানুরুপ ব্যবসা হলে, আমি বাংলাদেশেই ফ্যাক্টরি দিয়ে দেব।

এ ব্যাপারে এক বুদ্ধিজীবীর সাথে কথা বলতে গেলে তিনি আমাদের বলেন, তোমরা জেনে অবাক হবে যে, মেরুদণ্ড ছাড়াও আমরা কীভাবে বছরের পর বছর সাধারণ মানুষের মতো বেঁচে আছি। বেসিক্যালি মেরুদণ্ডের বদলে একটা চেতনাদণ্ড ফিট করা আছে আমাদের শরীরে। সেটা দিয়েই করে কেটে খাচ্ছি আরকি। তবে এখনকার পোলাপান বেশ বেয়াদপ, তাদের মধ্যে চেতনাদণ্ড নাই। এরা খালি মেরুদণ্ড চায়। না আমি এদের সাথে নাই আর থাকবও না। এমনকি এদের ক্যাম্পাসেও আমি জীবনে যাব না।

২২১ পঠিত ... ১৮:২৯, জুলাই ১৭, ২০২৪

Top