৭৩০ কোটি টাকা খরচ করে ঢাকাবাসীকে ঢাকায় বসে কক্সবাজারের ফিলিংস দিয়েছি। ঢাকাবাসীর জন্য আর কী করব বলেন

৩১৩ পঠিত ... ১৭:৫৭, জুলাই ১৩, ২০২৪

18

বৃষ্টি হলেই ঢাকা হয়ে যায় ভেনিস। ঢাকায় বসেই পাওয়া যায় সমুদ্র সৈকতের ফিল। ঢাকার অলিগলি হয়ে যায়, আমাদের ছোটো নদী। বাসা থেকে বের হলেই পাওয়া যায় মনোরোম সুইমিংপুল। ঢাকার দুই মেয়রের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা এমন একটি অত্যাধুনিক ঢাকা পেয়েছি।

জানা গেছে, এমন মনোরোম ঢাকা তৈরি করতে গত ৪ বছরে ৭৩০ কোটি টাকা খরচ করেছে ঢাকার দুই মেয়র। এরপরও ঢাকা নিয়ে ঢাকাবাসীর শত শত অভিযোগ। এমন অভিযোগে এবার কিছুটা অভিমানই করেছেন ঢাকার মেয়ররা। নিজেদের সম্মিলিত ফেক আইডি থেকে এক বিবৃতিতে দুই মেয়র বলেন, ৭৩০ কোটি টাকা খরচ করে ঢাকাবাসীকে ঢাকায় বসে কক্সবাজারের ফিলিংস দিয়েছি। ঢাকাবাসীর জন্য আর কী করব বলেন?   

বিবৃতিতে ঢাকাবাসীর কৃতজ্ঞতাবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তারা বলেন, বৃষ্টি বিলাস, সমুদ্র বিলাস এই দেশের মানুষ কেবল হুমায়ূন আহমেদের বইয়ে পড়েছে। কোনোদিন দেখেনি। এই যে ঢাকায় পানি তুলে এই শহরের মানুষকে আমরা সরাসরি বৃষ্টি বিলাসের সুযোগ করে দিচ্ছি, সমুদ্র বিলাসের সুযোগ করে দিচ্ছি, বাসা থেকে এক পা ফেলেই জলকেলি খেলার সুযোগ করে দিচ্ছি—এইসব নিয়ে দেখবেন এদের মাঝে কোনো কৃতজ্ঞতাবোধ নাই। তারা সবসময় সমালোচনা করবে। এটাই তাদের কাজ।

ঢাকার জলাবদ্ধতা নিরসনের জন্য আরও বাজেটের দরকার বলেও জানিয়েছেন তারা। তারা বলেন, এখন তো মাঝারি মানের ঢেউ দেখছেন। ৭৩০ কোটি টাকায় আর কী দেব! বাজেট আরও বাড়লে আমরা ইন্টারেস্ট্যালার সিনেমার মতো দানবীয় ঢেউয়ের ব্যবস্থাও করে দেব। চাইলেই যে কেউ ঢাকায় বসেই সেই ঢেউয়ে সার্ফিং করতে পারবে।  

৩১৩ পঠিত ... ১৭:৫৭, জুলাই ১৩, ২০২৪

Top