রবীন্দ্রনাথ যদি 'শেষের কবিতা' ফেসবুকে পোস্ট করতেন

২৬৮৫ পঠিত ... ১২:০৮, সেপ্টেম্বর ০৩, ২০২০

 

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে ফেসবুক থাকলে কবিগুরুর খবরই ছিল। ধরুন উনি শেষের কবিতা লিখে ফেসবুকে পোস্ট করলেন। সেটা দেখে বাঙালি যেসব কমেন্ট করত:

-মিয়া, নাম দিলেন শেষের কবিতা অথচ লিখলেন উপন্যাস, পাঠকের সাথে এমন প্রতারনা না করলেও পারতেন!

-ব্রো, আপনি কি আর কবিতা লিখবেন না?

-গুরু কবিতার লাস্ট লাইন চারটা সেই রকম ছিল, জাস্ট ফাটায় দিছেন..

-এত যে প্রেমের কবিতা লেখেন, বৌদি জানে?

-অনেক বানাম ভুল

-সহমত ভাই

-আপনার লেখায় হুমায়ুন আহমেদের ছাপ পাই।

-এবার কিছু থ্রিলার লিখুন!

-ব্রিটিশদের নাইট উপাধি না নিলেও পারতেন...

-চুল দাড়ি কাটেন না ক্যান?

-আপনি যেখানেই যান বাড়ি কিনেন, কারণটা বলবেন?

-এড মি প্লিজ

-প্রথম দেখায় আপনারে হুজুর মনে করছিলাম

-কমেন্ট পড়তে আসছি...

২৬৮৫ পঠিত ... ১২:০৮, সেপ্টেম্বর ০৩, ২০২০

Top