এমপি হলে ভাগ্যে জোটে খাঁটি সোনা, রত্ন

১৭৭ পঠিত ... ১৬:৩৪, ডিসেম্বর ১০, ২০২৩

14

 

আমি জানি গভর্মেন্টের খাবার অনেক টেস্টি

আবার আমি এমপি হলে ভালো থাকবে দেশটি।

বৌ-বিদেশে, ছেলে-মেয়ের জন্ম আমেরিকায়

দেশ-প্রেমিকের হৃদয় আমার তোলা ছিলো শিকায়।

 

ব্যবসায়ীদের বসবাসের জন্য ভালো বিদেশ

তারা যদি এমপি না হয়, ভালো থাকবে কি দেশ?

ফিল্মে টাকার অচল কপি, মেকি আদর, যত্ন!

এমপি হলে ভাগ্যে জোটে খাঁটি সোনা, রত্ন।

 

আজকে মানুষ মঞ্চ থেকে টেনে ছেঁচড়ে নামায়

এমপি হলে হাতির দাঁতের বোতাম থাকবে জামায়।

বেশি দরে পণ্য কিনে এখন দেখায় যে রাগ

এমপি হলে হাতে পাবে আলাদিনের চেরাগ।

 

ভোটের মাঠে লুঙ্গি পরে ছোটে শিল্পী, গায়ক

ভোট দিতে যায় রাজনীতিবিদ, ভোটে দাঁড়ায় নায়ক। 

এমপি হলে ঘরে বসে স্যালুট পাবে সবার

পথের পাগল স্বপ্ন দেখে আবার এমপি হবার।

 

এমপি হলে বিনা বাঁধায় মালিক বাজার, ঘাটের

এক পলকে শিষ্য থেকে গুরু হবে নাটের।

গাড়ি, বাড়ি অনেক আছে এবার আস্ত পাহাড়

আস্ত গরু একাই খাবে, খাবে ভুঁড়ি, পা, হাঁড়।

 

সারাবছর দেশ-বিদেশে সম্পদে ঘর ভরান

ভোটের আগে জনগণের জন্য কাঁদে পরান।

পাড়ায় পাড়ায় ঘুরে যারা চাইতো আগে ভিক্ষা

তারাও জানে এমপি হতে লাগে না খুব শিক্ষা।

 

ভিটে-মাটি বেচে ভোটে দাঁড়ায় বিনা শর্তে

চাঁদটা যদি সামনে আসে চাইবে না কে ধরতে? 

পথের ফকির এমপি হবে, হবে টাকার কুমির

বিদেশ থেকে খবর নেবে প্রিয় জন্মভূমির।

১৭৭ পঠিত ... ১৬:৩৪, ডিসেম্বর ১০, ২০২৩

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top