যে কারণে বিয়ে করলে আইন পড়ুয়াদেরই করবেন

১০৫৬ পঠিত ... ১৬:২৫, মে ০৯, ২০২২

Ke-karone-law-student-biye-korben

বিয়ে তো একদিন করতেই হবে। যদি আপনিও এমন মনে করেন, তবে বিয়ে করলে আইন পড়ুয়াদেরই করুন। তারা আপনার জীবনকে করে তুলবে সহজ ও সুন্দর।

১। তুখোড় স্মৃতিশক্তি: প্রায়শই বিভিন্ন মামলার রায় হুবহু মুখস্থ করতে হয় বলে আইনের ছাত্রদের স্মৃতিশক্তি থাকে মাছকাটা বটির চেয়েও ধারালো। বিবাহবার্ষিকী বা জন্মদিনের পাশাপাশি পাশাপাশি বাজারের লিস্টও তাদের মুখস্থ থাকবে। রান্নাঘরে কোথায় কী রাখছেন তা যেমন মনে রাখতে পারবে পাশাপাশি মোজা, রিমোট, পুরোনো পছন্দের টিশার্ট কোন চিপায় পড়ে আছে তা থাকতে তাদের নখদর্পনে। 

 

২। কথা প্যাঁচানোর চমৎকার ক্ষমতা: আইন পড়ুয়া লোকজনের জীবনটাই চলে কথা বেচে। ফেসবুকের কমেন্টে কারো সাথে ঝগড়া লাগলে কথার মারপ্যাচ খেলে তর্ক জিততে আইন পড়ুয়া স্বামী/স্ত্রী-ই হবে আপনার প্রথম ভরসা। এক্ষেত্রে নিজেকে একটু সাবধান থাকতে হবে নতুবা এই কথার প্যাঁচ আপনাকে কাবু করে ফেলতে পারে।

 

৩। বাড়িওয়ালাকে শান্টিং দেওয়া: বছরে দশবার করে ভাড়া বাড়ানো, পানি নিয়ে যন্ত্রণা করা যদি আপনার দজ্জাল বাড়িওয়ালার স্বভাব হয়, তাহলে ভাড়াটিয়ার অধিকার সংক্রান্ত নানান আইন দেখিয়ে বাড়িওয়ালাকে বশে রাখা হবে আপনার কাছে ডালভাত।

 

৪। মশারি টাঙানোর সুষম বন্টন: ছাত্রজীবনে ইকুইটি ল’ নামে বিশেষ এক আইন পড়ে আসায় আইনের ছাত্ররা সমতা নিয়ে যথেষ্ট সচেতন। তাই মশারি টানানোর মত বিরক্তিকর কাজও তারা সুষম ভিত্তিতে ভাগ করে নেবে। প্রয়োজনে ‘স্পেশাল অ্যাক্ট’ কাজে লাগিয়ে মাঝেমাঝে ভাগের অতিরিক্ত কাজটুকুও করে দেবে তারা।

 

৫। লৌহকঠিন কমিটমেন্ট ইস্যু: কন্ট্রাক্ট আইন ভাজা ভাজা করে খেয়ে ফেলায় আইনের ছাতরা জানে চুক্তি বা কমিটমেন্ট ভঙ্গের ঝামেলা কত প্রকার ও কী কী। আপনার সাথে করা ভালোবাসার চুক্তি এরা কখনোই ভঙ্গ করবেনা, নিশ্চিন্ত থাকতে পারেন।

 

৬। জমিজমার ভাবনা, আর না, আর না! আইন পড়ুয়া কাউকে জীবনসঙ্গী হিসেবে বাগিয়ে নিতে পারলে গ্রামের কুটনা চাচা আপনার বাবার জমি দখল করা তো দূরে থাক, একটা কাকপক্ষীও আপনার জমির ওপর মলত্যাগ করার সাহস পাবেনা।

 

৭। ক্রাশের ব্রেকাপ করানোতে আইনগত সহায়তা: পারিবারিক আইন পড়ে আসা সহজসরল সঙ্গীটিকে দিয়ে চাইলেই আপনার ক্রাশের সাজানো প্রেম বা সংসার ভেঙে দিতে পারেন, ডিভোর্স করানোতে এরা সিদ্ধহস্ত কিনা!  

 

৮। এক্সট্রা হ্যাডমের ব্যবস্থা: আইনবিশারদ একজন জীবনসঙ্গী থাকলে আপনার হ্যাডম বেড়ে যাবে বহুগুণে। যখন তখন যাকে তাকে মামলার ভয় দেখিয়ে শান্ত রাখা হবে আপনার কাছে তুড়ি বাজানোর মতই সহজ। তবে সঙ্গীটির যদি ফেঁসে গেলে রেলমন্ত্রীর মতো আত্মীয়কে ভুলে যাওয়ার রোগ থাকে, তবে সেই দায় আমাদের নয়!

১০৫৬ পঠিত ... ১৬:২৫, মে ০৯, ২০২২

Top