সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কলেবর বাড়ানো হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের গতি বাড়ানোর পাশাপাশি কাজগুলো আরও ভালোভাবে সম্পাদনের জন্য এখন পর্যন্ত ২৪ জন উপদেষ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জানা গেছে, আরও কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে।
দেশ ছেড়ে পালানো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলস সময় কাটাচ্ছেন ভারতে। ক্ষমতায় ফিরে এলে ভালো কিছু করে দেখানোর আশা ব্যক্ত করেছেন তিনি, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের পলায়ন বিষয়ক উপদেষ্টা হওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন।
শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ সম্ভব না হলেও, আমাদের প্রতিনিধি দল তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে যোগাযোগ করতে পেরেছে। তার মায়ের উপদেষ্টা হওয়ার আগ্রহ সম্পর্কে জানতে চাইলে জয় বলেন, বাংলার হাজার বছরের ইতিহাসে কেউ ক্ষমতা ছেড়ে হেলিকপ্টারে চড়ে এভাবে পালায়নি। আমার মায়ের মতো পালানোর ক্ষেত্রে এতটা দক্ষতা আর কারও নেই। তাই পলায়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে আমার মাই উপযুক্ত প্রার্থ্যা।
আওয়ামীলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার ফিরে আসার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। শেখ হাসিনার উপদেষ্টা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই অনেকের মনে আশার সঞ্চার হয়েছে। আপা হয়তো উপদেষ্টা হয়েই ফিরে আসবেন বলে এতদিন চুপচাপ ছিলেন। আমাদের আপা হারে কিন্তু হারিয়ে যায় না–এমন বলছিলেন এক আওয়ামী ভক্ত।
যদি শেখ হাসিনাকে পলায়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ না দেওয়া হয়, তবে তাকে নিয়ে এস্কেপ প্ল্যান সিনেমার রিমেক করার ঘোষণা দিয়েছেন পরিচালক দেলোয়ার হোসেন ঝন্টু। তিনি একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টে লিখেছেন, শেখ হাসিনার মতো কেউ পালাতে পারে না; তাই তাকে দিয়েই 'এস্কেপ প্ল্যান'—এর রিমেক সম্ভব। এমনকি তার মতো কান্নার অভিনয় আর কেউ করতে পারবে না। ইচ্ছে আছে, নোবেল না পেলে তাকে দিয়ে অভিনয় করিয়ে কয়েকটি অস্কার দেশে এনে দেব।