রণবীরের বাসায় ইফতার ও আম-কাঁঠালিতে কী দেবে আলিয়া ভাটের পরিবার? জানতে চায় সিলেটবাসী

৪২৬ পঠিত ... ১৩:৩৯, এপ্রিল ১৭, ২০২২

Ranbirer-basay-iftari-thumb

রণবীর কাপুরের বাসায় ইফতারি ও বৈশাখী আম-কাঁঠালিতে কী দেবে আলিয়া ভাটের পরিবার; এ নিয়ে সিলেটবাসীর মধ্যে তৈরি হয়েছে দারুন কৌতুহল।

মেয়ের সংসারে প্রথম ইফতারিতেই ভাল মানের প্রচুর ইফতার পাঠানোর ব্যাপারে মহেশ ভাটকে পরামর্শ দিয়েছেন এই এলাকার বিশিষ্টজনেরা। বন্দরবাজার এলাকার নামকরা ব্যবসায়ী হারুন মিয়া বলেন, 'আমার মেয়েরও বিয়ে দিলাম গত সপ্তায়। পরের দিনই ট্রাক ভর্তি করে ইফতার পাঠিয়ে দিয়েছি। সামনের মাসে আবার আম-কাঁঠালি পাঠাবো ইনশাআল্লাহ।'

ইফতারি এবং আম-কাঁঠালি আলাদা করে পাঠানোর পরামর্শ দেন হারুন মিয়া। তিনি বলেন, 'একসাথে দিলে এলাকায় কথা উঠতে পারে। লোকে ভাববে মহেশ ভাটের টাকা নাই। এতে করে শ্বশুরবাড়িতে মেয়েটার মুখ ছোট হয়ে যাবে।'

জিন্দাবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল বলেন, 'শুধু খাবার দাবারে সীমাবদ্ধ থাকলেও চলবেনা। মেয়ের ননদের জন্য থ্রিপিস, দেবরের পাঞ্জাবিও দিতে হবে মহেশ ভাটকে।' তিনি আরও বলেন, 'আমার মেয়ের তিন দেবর এবং দুই ননদ। তাদের প্রত্যেককে ড্রেসের পাশাপাশি ৫০০ টাকা করে সালামি দিয়েছি। এতে করে ঐ পরিবারে আমার মেয়ের মুখটা উজ্জ্বল হলো।'

ইফতারি এবং আমকাঠালির ছবি ফেসবুকে দেয়ার আহ্বান জানিয়েছেন, উপশহর এলাকার ব্যবসায়ী পত্নী সালেহা বেগম। তিনি বলেন, 'গত মাসে আমার বড় ছেলে রফিকুলের বিয়ে দিলাম মৌলভীবাজার এলাকায়। বউ-এর বাড়ি থেকে অনেক ইফতারি দিলো। রণবীর যদি তার ইফতারির ছবি ফেসবুকে দেন তাহলে আমাদের জন্য কম্পেয়ার করতে সুবিধা হবে কার ফ্যামিলি বড়। আলিয়া ভাটের, নাকি আমার ছেলের শ্বশুরবাড়ির।'

৪২৬ পঠিত ... ১৩:৩৯, এপ্রিল ১৭, ২০২২

Top